এসআইআর বাংলার আর কত মানুষের প্রাণ নেবে তা এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়তো হিসাব পাওয়া যাবে না। কিন্তু ততদিনে বাংলার কত পরিবার যে উজাড় হয়ে যাবে, যাদের দায় নেওয়ার জন্য কোথাও নির্বাচন কমিশনকে (Election Commission) আর খুঁজে পাওয়া যাবে না। সেভাবেই এক মানসিক ভারসাম্যহীন যুবক হারালো নিজের বাবাকে। ছেলের দুশ্চিন্তায় প্রাণ গেল কোচবিহারের (Coochbihar) রহমান বস্তাদরের।

কোচবিহারের মাথাভাঙ্গার অঙ্গারখাটা খাটের বাড়ি এলাকার বাসিন্দা রহমান বস্তাদর (৬৫)। পরিবার সূত্রে জানা যায়, রহমান বস্তাদরের ছোট ছেলে আমিনুর বস্তাদর একজন মানসিক ভারসাম্যহীন যুবক। নাম সংক্রান্ত একটি ভুলের কারণে আমিনুরের নামে এসআইআর সংক্রান্ত নোটিশ (SIR notice) আসে। রহমান স্থানীয় বিএলও-র (BLO) কাছে সেই সংক্রান্ত প্রশ্নের উত্তর জানতে যান। কিন্তু সেখানে তাঁর ধন্দ দূর হয়নি।

পরিবারের দাবি, বিএলও-র (BLO) বাড়ি থেকে আতঙ্ক নিয়ে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন রহমান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের আবহ তৈরি হয়েছে।

আরও পড়ুন : SIR হয়রানির প্রতিবাদে বর্ধমানে রেললাইন আটকে বিক্ষোভ, ব্যাহত ট্রেন চলাচল

এই ঘটনায় কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন বর্মন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এসআইআর-এর নামে যেভাবে সাধারণ মানুষকে আতঙ্কিত করা হচ্ছে, তারই ফল আজ এই মর্মান্তিক মৃত্যু। একজন নিরীহ মানুষ শুধুমাত্র নোটিশের ভয়েই প্রাণ হারালেন। তৃণমূল কংগ্রেস মৃতের পরিবারের পাশে রয়েছে।

–

–

–

–

–


