Sunday, January 25, 2026

থাকছে দেশীয় প্রযুক্তির প্রদর্শনী! সাধারণতন্ত্র দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ রেড রোডে

Date:

Share post:

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এ বারও কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ। জাতীয় নিরাপত্তা, আত্মনির্ভরতা এবং প্রযুক্তিনির্ভর আধুনিকীকরণের অঙ্গীকারকে সামনে রেখে আয়োজিত এই কুচকাওয়াজে দেশের সামরিক শক্তি ও প্রতিরক্ষা সক্ষমতার বর্তমান ও ভবিষ্যৎ চিত্র তুলে ধরা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

এ বারের কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ সদ্য গঠিত ষষ্ঠ ভৈরব ব্যাটালিয়নের অংশগ্রহণ। দ্রুত গতিসম্পন্ন ও প্রযুক্তিনির্ভর এই ব্যাটালিয়ন সীমান্তের জটিল পরিস্থিতিতে তৎপর প্রতিক্রিয়া, নজরদারি এবং নির্ভুল অভিযানের জন্য গড়ে তোলা হয়েছে। রেড রোডের কুচকাওয়াজে এই বাহিনীর উপস্থিতি ভারতীয় সেনাবাহিনীর আধুনিক যুদ্ধপ্রস্তুতির দিকটি বিশেষভাবে তুলে ধরবে।

কুচকাওয়াজে আত্মনির্ভর প্রতিরক্ষা উৎপাদনের অগ্রগতিও গুরুত্বের সঙ্গে প্রদর্শিত হবে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ও আধুনিকীকৃত অস্ত্রব্যবস্থার পাশাপাশি উন্নত রকেট ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রদর্শন থাকবে। শত্রুপক্ষের ড্রোন বা আকাশপথে আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে ভারতীয় বাহিনীর সক্ষমতাও এতে স্পষ্ট হবে।

পাশাপাশি বিভিন্ন ধরনের উচ্চগতির ও বিশেষায়িত সামরিক যান প্রদর্শিত হবে, যা পাহাড়ি উচ্চভূমি থেকে দুর্যোগকবলিত এলাকা পর্যন্ত সর্বত্র অভিযানের সক্ষমতার ইঙ্গিত দেবে। দ্রুত মোতায়েন, রসদ সরবরাহ এবং মানবিক ত্রাণ অভিযানে সেনাবাহিনীর প্রস্তুতির ছবিও ফুটে উঠবে এই কুচকাওয়াজে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত উভচর যান স্থল ও জলপথে একযোগে অভিযানের ক্ষমতাকে সামনে আনবে।

সামনের সারির পদাতিক ও আর্টিলারি বাহিনীর কুচকাওয়াজের সঙ্গে নৌবাহিনী, বিমানবাহিনী এবং সামরিক ব্যান্ডের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও বর্ণাঢ্য হয়ে উঠবে। বাহিনীগুলির পারস্পরিক সমন্বয়, শৃঙ্খলা ও পেশাদারিত্বের নিখুঁত চিত্রই এ দিনের কুচকাওয়াজে তুলে ধরার প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন – ভোটাধিকার রক্ষায় জাতীয় ভোটার দিবসে রাজ্যজুড়ে প্রতিবাদ তৃণমূলের 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

প্রসেনজিতের পদ্মশ্রী প্রাপ্তিতে গর্বিত টলিউড, শুভেচ্ছা সতীর্থ থেকে অনুরাগীদের

প্রত্যেক বছরের মত এবারেও সাধারণতন্ত্র দিবসের আগের দিন কেন্দ্রের পদ্ম পুরস্কারের তালিকা ঘোষিত হয়েছে। আর সেখানেই পদ্মশ্রী (Padmashree...

Ind vs Nz T20: অভিষেক ঝড় অব্যাহত, বুমরাহ-সূর্যের দাপটে সিরিজ জয়

তৃতীয় টি২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেল ভারত(India)। ৫ ম্যাচের সিরিজে জয় নিশ্চিত করল টিম ইন্ডিয়া।...

কুয়াশাঘেরা কার্শিয়াংয়ের অরণ্যে ক্যামেরায় ধরা দিল ২ ব্ল্যাক প্যান্থার 

কুয়াশাঘেরা কার্শিয়াংয়ের পাহাড়ি অরণ্যে দেখা মিলল জোড়া ‘কালপুরুষের’। দীর্ঘ সময় পর ফের এই রহস্যময় চিতার দর্শন মেলায় রীতিমতো...

বাংলা থেকে ১১ পদ্ম সম্মান: পদ্মভূষণ-বিভূষণে ব্রাত্য

প্রজাতন্ত্র দিবসে রীতি মেনে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মানে ভূষিত করা হবে। কেন্দ্রের তরফে রবিবারই...