জানুয়ারির শেষ লগ্নে পরপর দুদিন কমলো তাপমাত্রা। বিদায়ের আগে কি তবে শেষ কামড় দিতে চাইছে শীত (Winter)? এই স্পেলের স্থায়িত্ব কত দিন? এখন এসব প্রশ্নের উত্তর খুঁজছেন আবহবিদরা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে খবর, রাজ্যের কোথাও উল্লেখযোগ্য শীত বৃদ্ধি বা বড়সড় পারদ পতনের পূর্বাভাস নেই। আগামী সাতদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রাতের তাপমাত্রা মোটামুটি একই স্তরে ঘোরাফেরা করবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন তাপমাত্রা রয়েছে, প্রজাতন্ত্র দিবস এবং আগামী সপ্তাহ জুড়ে তার কোনও হেরফের হবেনা।

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকালের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের এক-দু’টি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। কুয়াশা থাকবে মঙ্গলেও। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার দাপট দেখা যাবে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি।

–

–

–

–

–

–

–

–


