প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী কেদারনাথ, বদ্রীনাথে যাত্রা করেন। তবে এবার সেই কেদার-বদ্রী অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করে দিচ্ছে। মন্দির কমিটির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার থেকে অহিন্দুদের প্রবেশ মন্দিরে নিষিদ্ধ করা হচ্ছে। কেদার-বদ্রী চারধাম পিলগ্রিম সার্কিটের অংশ। পাশাপাশি আরও অনেক মন্দির আছে যেগুলি পরিচালনা করে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি বা বিকেটিসি। তাই কমিটির কোনও সিদ্ধান্ত অন্য়ান্য মন্দিরের জন্যও কার্যকর হবে।

বিকেটিসি (BKTC) সভাপতি হেমন্ত দ্বিবেদী এই প্রসঙ্গে জানিয়েছেন, মন্দির কমিটির আওতাধীন সকল মন্দিরে অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করা হবে। এই নিয়ে একটি প্রস্তাব মন্দির কমিটির পরবর্তী বোর্ড মিটিংয়ে পাশ করা হবে। আপাতত ছয় মাসের শীতকালীন বিরতি চলছিল। আগামী ২৩ এপ্রিল বদ্রীনাথ মন্দিরের দরজা ফের খুলে দেওয়া হবে। কেদারনাথ মন্দিরের দরজা কবে খোলা হবে, শিবরাত্রির দিন সেটা ঘোষণা করা হবে। আগামী ১৯ এপ্রিল ‘ছোট চার ধাম’-এর বাকি দুটি তীর্থস্থান গঙ্গোত্রী এবং যমুনাদ্রি, মন্দিরের দরজাও খুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। যদিও এই নিয়ে মুখ খুলেছেন কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি সূর্যকান্ত ধাসমানা। তাঁর দাবি এমনিতেই অহিন্দুরা উত্তরাখণ্ডের মন্দিরগুলিতে প্রবেশ করেন না। এর জন্য আলাদা করে নিষেধাজ্ঞা জারি করা একেবারেই অপ্রয়োজনীয়। প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে রাজ্যবাসীর দৃষ্টি ঘোরাতেই কী তবে এই সব কর্মকাণ্ড?

আরও পড়ুন – ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’-এ স্বাস্থ্য পরীক্ষা অভিষেক-পত্নী রুজিরার, ঘুরে দেখলেন দোতলা শিবির

_

_

_

_

_

_

_
_


