Monday, January 26, 2026

প্রজাতন্ত্র দিবসের অভিবাদন গ্রহণ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর: প্রধান অতিথি দুই ইউরোপীয় শীর্ষ নেতৃত্ব

Date:

Share post:

৭৭ তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে প্রথা মেনে অভিবাদন গ্রহণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাষ্ট্রপতি ভবনে এবারের প্রজানন্ত্র দিবসের প্রধান অতিথি ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা (Antonio Costa) ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন লেয়েনের (Ursula von der Leyen) উপস্থিতিতে অভিবাদন গ্রহণ করেন দেশের রাষ্ট্রপতি। সেখান থেকেই তিনি প্রধান অতিথিদের নিয়ে উপস্থিত হন কর্তব্য পথে (Kartavya Path)।

সকালেই ন্যাশানাল ওয়ার মেমোরিয়ালে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সেখান থেকে তাঁরা কর্তব্যপথে পৌঁছে যান। সেখানেই রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ (C P Radhakrishnan) ও অতিথিদের অভ্যর্থনা জানান। এরপরই জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় কুচকাওয়াজ।

বন্দে মাতরম-এর ১৫০ বর্ষপূর্তিতে জাতীয় মন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের কর্তব্য পথের ট্যাবলো প্রদর্শনীতে শ্রদ্ধা জানানো হয় এই মন্ত্রের প্রতি। একাধিক রাজ্যের ট্যাবলোতে বাজানো হয় এই গান। বাংলার ট্যাবলো (tableau) এই প্রদর্শনীতে বিশেষ জায়গা করে নেয়, যেখানে বন্দে মাতরম-এর (Vande Mataram) রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি স্থান পায়। সেই সঙ্গে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরার প্রতিকৃতি।

অপারেশন সিঁদুরের পরে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেনাবাহিনী বিশেষ স্থান গ্রহণ করবে – এমনটা প্রত্যাশিতই ছিল। স্থল-জল-আকাশ পথে যে তিন বাহিনী সমন্বয়ের মাধ্যমে অপারেশন সিঁদুরকে সফল করে, তার স্বীকৃতি হিসাবে তিন বাহিনীর মিলিত ট্যাবলো দেখা যায়। সেই সঙ্গে ভারতীয় সেনা ও বায়ুসেনার বিশেষ ও অত্যাধুনিক প্রদর্শন নজর কাড়ে।

আরও পড়ুন : রোবোটিক মিউল, রাইনো বাহিনী: প্রজাতন্ত্র দিবসের অভিবাদন গ্রহণ রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর

এবছরের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা। ফলে এবারের কুচকাওয়াজে জায়গা করে নেয় ইউরোপিয়ান ইউনিয়নের বিশেষ বাহিনীও। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন লেয়েন বার্তা দেন, ভারতের প্রজাতন্ত্র দিবসে তাঁদের উপস্থিতি ইউরোপের সঙ্গে ভারতের যৌথ অবস্থানের স্পষ্ট বার্তা দেয়। বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

spot_img

Related articles

বিশ্বকাপের আগে মেক্সিকোর স্টেডিয়ামে বন্দুকবাজের হামলা, প্রশ্নের মুখে নিরাপত্তা

কয়েক মাস পরই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডার মতো মেক্সিকোতে (Mexico)বসছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)  আসর। কিন্তু তার আগে সেই...

আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ৩জনের মৃত্যু! আরও শ্রমিকের আটকে থাকার আশঙ্কা, ঘটনাস্থলে অরূপ

আনন্দপুরের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে( Massive fire in Anandapur factory) এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভিতরে আরও...

SIR আতঙ্কের জেরে ফের মৃত্যুর অভিযোগ 

SIR প্রক্রিয়া শেষের পথে হলেও এই নিয়ে আতঙ্ক আর হয়রানির শেষ হয়নি(SIR DEATH)। শুনানির আতঙ্কের জেরে মৃত্যু মিছিল...

T20 WC: দল ঘোষণা মানেই খেলা নয়, নতুন নাটক শুরু নাকভির

টি২০ বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র কয়েকদিন, কিন্ত তার আগে নতুন জটিলতা যেন কিছুতেই কমছে না। বাংলাদেশের পর...