পর্দায় তিনি যেমন ডাকাবুকো আর স্পষ্টবাদী, বাস্তব জীবনেও তিনি ততটাই আধুনিক ও সংবেদনশীল। টলিউডের ‘পাওয়ার হাউস’ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) প্রমাণ করে দিলেন, হাজার ব্যস্ততা আর খ্যাতির আড়ালে তিনি আসলে এক আবেগপ্রবণ মা। মেয়ে অন্বেষার (Anwesha) জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাঁর লেখা একটি পোস্ট এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দু। লন্ডনে কর্মরত মেয়ের জন্য মা যেন শব্দ দিয়ে এক মায়ার জগৎ তৈরি করেছেন।

অন্বেষা দীর্ঘদিন ধরেই বিদেশে থাকেন। কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে স্নাতকোত্তর শেষ করে এখন তিনি লন্ডনেই (Lond) চাকুরিজীবী। মেয়েকে কাছে না পাওয়ার একরাশ যন্ত্রণা থাকলেও, তাঁর স্বপ্নপূরণে স্বস্তিকা সবসময়ই পাহাড়ের মতো পাশে দাঁড়িয়েছেন। জন্মদিনের পোস্টে অভিনেত্রী লিখেছেন, অন্বেষাই তাঁর কাছে পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ। কাজের চাপে সারাবছর একঘেয়েমি থাকলেও মেয়ের সঙ্গে বিশ্বভ্রমণ আর অজানাকে চেনার সাহস স্বস্তিকা দেখান মাঝেমধ্যেই ।

তারকা-সন্তান বা ‘স্টার কিড’ তকমা থাকলেও অন্বেষা বরাবরই নিজের পায়ে দাঁড়াতে চেয়েছেন। বিদেশের মাটিতে নিজের যোগ্যতাতেই কেরিয়ার গড়েছেন তিনি। পর্দার বাইরের এই মা-মেয়ের সমীকরণটা আসলে প্রিয় বন্ধুর মতো। স্বস্তিকা কথা দিয়েছেন, জীবনের কঠিন লড়াইয়ে মেয়ের হাত তিনি সারাজীবন শক্ত করে ধরে রাখবেন।

ব্যক্তিগত জীবন নিয়েও অন্বেষা বেশ সোজাসাপ্টা। কলকাতার পুরনো সম্পর্ক ভেঙে যাওয়ার পর বর্তমানে তিনি লন্ডনের যুবক ড্যানের প্রেমে মজেছেন। প্রায় এক বছর ধরে তাঁদের সম্পর্ক বেশ গভীর। এমনকী, হবু জামাইয়ের সঙ্গেও স্বস্তিকার বন্ধুত্ব দারুণ। গত বছর ব্রিটেন সফরে গিয়ে তাঁদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিয়েছিলেন অভিনেত্রী। এমনকি বিদেশি ড্যানকে বাঙালি সংস্কৃতিতে অভ্যস্ত করে তুলেছেন অন্বেষা; যার প্রমাণ মিলেছে দুর্গাপুজোয় ড্যানের পাজামা-পাঞ্জাবি পরা ছবিতেই।

অভিনেত্রী হিসেবে তো বটেই, তবে একজন স্বাধীনচেতা ও সংবেদনশীল মা হিসেবে স্বস্তিকা (Swastika Mukherjee) যে অনেকের কাছেই অনুপ্রেরণা, তা এই জন্মদিনের পোস্টটি আরও একবার বুঝিয়ে দিল।



