Monday, January 26, 2026

অন্বেষার জন্মদিনে স্বস্তিকার পোস্টে ‘চমক‘: সাতসমুদ্র দূর থেকে মেয়ের জন্য উপচে পড়ল আদর

Date:

Share post:

পর্দায় তিনি যেমন ডাকাবুকো আর স্পষ্টবাদী, বাস্তব জীবনেও তিনি ততটাই আধুনিক ও সংবেদনশীল। টলিউডের ‘পাওয়ার হাউস’ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) প্রমাণ করে দিলেন, হাজার ব্যস্ততা আর খ্যাতির আড়ালে তিনি আসলে এক আবেগপ্রবণ মা। মেয়ে অন্বেষার (Anwesha) জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তাঁর লেখা একটি পোস্ট এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দু। লন্ডনে কর্মরত মেয়ের জন্য মা যেন শব্দ দিয়ে এক মায়ার জগৎ তৈরি করেছেন।

অন্বেষা দীর্ঘদিন ধরেই বিদেশে থাকেন। কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে স্নাতকোত্তর শেষ করে এখন তিনি লন্ডনেই (Lond) চাকুরিজীবী। মেয়েকে কাছে না পাওয়ার একরাশ যন্ত্রণা থাকলেও, তাঁর স্বপ্নপূরণে স্বস্তিকা সবসময়ই পাহাড়ের মতো পাশে দাঁড়িয়েছেন। জন্মদিনের পোস্টে অভিনেত্রী লিখেছেন, অন্বেষাই তাঁর কাছে পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ। কাজের চাপে সারাবছর একঘেয়েমি থাকলেও মেয়ের সঙ্গে বিশ্বভ্রমণ আর অজানাকে চেনার সাহস স্বস্তিকা দেখান মাঝেমধ্যেই ।

তারকা-সন্তান বা ‘স্টার কিড’ তকমা থাকলেও অন্বেষা বরাবরই নিজের পায়ে দাঁড়াতে চেয়েছেন। বিদেশের মাটিতে নিজের যোগ্যতাতেই কেরিয়ার গড়েছেন তিনি। পর্দার বাইরের এই মা-মেয়ের সমীকরণটা আসলে প্রিয় বন্ধুর মতো। স্বস্তিকা কথা দিয়েছেন, জীবনের কঠিন লড়াইয়ে মেয়ের হাত তিনি সারাজীবন শক্ত করে ধরে রাখবেন।

ব্যক্তিগত জীবন নিয়েও অন্বেষা বেশ সোজাসাপ্টা। কলকাতার পুরনো সম্পর্ক ভেঙে যাওয়ার পর বর্তমানে তিনি লন্ডনের যুবক ড্যানের প্রেমে মজেছেন। প্রায় এক বছর ধরে তাঁদের সম্পর্ক বেশ গভীর। এমনকী, হবু জামাইয়ের সঙ্গেও স্বস্তিকার বন্ধুত্ব দারুণ। গত বছর ব্রিটেন সফরে গিয়ে তাঁদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিয়েছিলেন অভিনেত্রী। এমনকি বিদেশি ড্যানকে বাঙালি সংস্কৃতিতে অভ্যস্ত করে তুলেছেন অন্বেষা; যার প্রমাণ মিলেছে দুর্গাপুজোয় ড্যানের পাজামা-পাঞ্জাবি পরা ছবিতেই।

অভিনেত্রী হিসেবে তো বটেই, তবে একজন স্বাধীনচেতা ও সংবেদনশীল মা হিসেবে স্বস্তিকা (Swastika Mukherjee) যে অনেকের কাছেই অনুপ্রেরণা, তা এই জন্মদিনের পোস্টটি আরও একবার বুঝিয়ে দিল।

spot_img

Related articles

মঞ্চে হেনস্থা মিমি চক্রবর্তীকে! পুলিশে অভিযোগ দায়ের করে সরব অভিনেত্রী

শিল্পীদের অবমাননার রীতি আবারও অপমানিত করল বাংলার কৃষ্টিকে। সঙ্গীত শিল্পীদের পরে এবার হেনস্থার শিকার অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ...

বিশ্বকাপের আগে মেক্সিকোর স্টেডিয়ামে বন্দুকবাজের হামলা, প্রশ্নের মুখে নিরাপত্তা

কয়েক মাস পরই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডার মতো মেক্সিকোতে (Mexico)বসছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)  আসর। কিন্তু তার আগে সেই...

আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ৩জনের মৃত্যু! আরও শ্রমিকের আটকে থাকার আশঙ্কা, ঘটনাস্থলে অরূপ

আনন্দপুরের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে( Massive fire in Anandapur factory) এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভিতরে আরও...

SIR আতঙ্কের জেরে ফের মৃত্যুর অভিযোগ 

SIR প্রক্রিয়া শেষের পথে হলেও এই নিয়ে আতঙ্ক আর হয়রানির শেষ হয়নি(SIR DEATH)। শুনানির আতঙ্কের জেরে মৃত্যু মিছিল...