চিরাচরিত ঐতিহ্য মেনে সাধারণতন্ত্র দিবসে লোকভবনে অনুষ্ঠিত হল চা-চক্রের অনুষ্ঠান। রাজভবনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C V Ananda Bose) সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন মুখ্যমন্ত্রী। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে মিলনক্ষেত্র।

সকালে রেড রোডের কুচকাওয়াজের পর রাজভবনের লোকভবনে বসে এই ঐতিহ্যবাহী চা-চক্র। উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। রাজনৈতিক মহল থেকেও ছিলেন একাধিক প্রতিনিধি। রাজ্য বিজেপির সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব অনুষ্ঠানে অংশ নেন।

চা-চক্রের পাশাপাশি এ দিন সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতীদের ‘বন্দেমাতরম’ পুরস্কার প্রদান করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সন্তুর বাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্য এবং অধ্যাপক মহেন্দ্রনাথ রায়ের হাতে এই সম্মান তুলে দেন রাজ্যপাল। এ ছাড়াও চলচ্চিত্র পরিচালক সুজিত সরকার, শিল্পপতি চন্দ্রশেখর ঘোষ, প্রবীণ অভিনেতা মোহন বাবু-সহ শিল্প, শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্বদের এই পুরস্কারে সম্মানিত করা হয়।

আরও পড়ুন- আনন্দপুরে ভস্মীভূত দুই গুদাম! মৃত ৭, এখনও অবধি ২০ জনের নামে মিসিং ডায়রি

_

_

_

_

_

_
_


