বিরাট কোহলি ও রোহিত শর্মার টেস্ট ও টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। এবার ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত ভারতীয় দলের আরও এক তারকা ক্রিকেটারের। ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটসম্যান কেএল রাহুল(KL Rahul )সম্প্রতি অবসর নিয়ে নিজের ভাবনার কথা প্রকাশ করেছেন। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রাহুলের।

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেনের সঙ্গে এক সাক্ষাৎকারে অবসরের বিষয়ে মুখ খুলেছেন কর্ণাটকী তারকা কেএল রাহুল(KL Rahul )। অবসর নেওয়ার বিষয়টি তাঁর মাথায় এসেছে, তবে এখনই ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তিনি নিচ্ছেন না। রাহুলের কথায়, জীবনের প্রতিটি পর্যায়ে সঠিক সময় বুঝে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

টি-২০তে ব্রাত্য হয়ে গেলেও টেস্ট এবং ওয়ানডেতে ভারতীয় দলে নিয়মিত খেলেন এই কর্নাটকি ব্যাটার। ওয়ানডে’তে উইকেটকিপিং করেন। প্রয়োজনে দলকে নেতৃত্বও দেন। কিন্তু এতকিছু করেও নিজেকে ভারতীয় দলে গুরুত্বপূর্ণ বলে মনে করতে পারেন না রাহুল। ক্রিকেট ছাড়াও পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে তাঁর সময় কেটে যাবে বলেই মনে করেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রাহুলের কথায়, “আমি সবসময় নিজেকে বলি, আমি সেরকম কেউকেটা নই।আমাদের দেশে ক্রিকেট তো চলতেই থাকবে। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ অনেক কিছু রয়েছে আমাদের জীবনে। ”

পরিবর্তনশীল দলের মধ্যে তার অভিজ্ঞতা তরুণ খেলোয়াড়দের জন্য দিশা দেখাচ্ছে। অবসর ভাবনা থাকলেও, আপাতত ভারতীয় ক্রিকেটে রাহুলের অবদান আরও কিছুদিন দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

–

–

–

–

–



