দুর্ঘটনার কবলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar)। বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে (Baramati Airport) অবতরণ করার সময় ভেঙে পড়ল ডবল ইঞ্জিন কপ্টার। ল্যান্ডিংয়ের সময় আগুনে ঝলসে যায় চপার।গুরুতর আহত হয়েছেন এনসিপি নেতা। ৮:৪৫ মিনিটে নাগাত এই দুর্ঘটনাটি ঘটে। অজিত ছাড়াও এই চপারে অন্তত ৪ থেকে ৫ জন ছিলেন বলে জানা গেছে। দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী সদস্যরা তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছেন। কীভাবে কপ্টার ক্র্যাশ করল তা স্পষ্ট নয়। তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ (DGCA)।

জানা গিয়েছে, বুধবার সকালে মুম্বই থেকে জেলা পরিষদ নির্বাচনের প্রচারের জন্য বিমানে বারামতি রওনা হয়েছিলেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। ল্যান্ডিংয়ের সময়ে হঠাৎ বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারান ও বিমানটি ভেঙে পড়ে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বারামতী বিমানবন্দরের কাছে দুর্ঘটনার পর বিমানের ধ্বংসাবশেষ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আগুন জ্বলছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। পুনে গ্রামীণ পুলিশ সুপার খবরটি নিশ্চিত করেছেন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক তথ্য অনুসারে, অজিতের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

–

–

–

–

–

–

–

–

