Wednesday, January 28, 2026

অরিজিতের অবসরের সিদ্ধান্ত ফেরাল ধোনির স্মৃতি, চর্চায় বিরাটের পোস্ট

Date:

Share post:

কণ্ঠ সংগীত থেকে অবসর নিয়ে বছরের শুরুতেই সকলকে চমকে দিয়েছেন অরিজিত সিং(Arijit singh), বলিউড গায়কের অবসরের সিদ্ধান্তে হতবাক সংগীত মহল। কিংবদন্তিকে মহেন্দ্র সিং ধোনিকে(MS Dhoni) মনে করালেন অরিজিত। “গুরু” ধোনির মতোই “ভক্ত” অরিজিতের (Arijit singh)অবসরও সবাইকে চমকে দিয়ে। শীর্ষে থাকাকালীন যেভাবে ছেড়ে দিতে হয় সেই পথটা ধোনি দেখিয়েছিলেন, সেই পথের পথিক হলেন বলিউডের বঙ্গ সিঙ্গার।

২০২০ সালে স্বাধীনতা দিবসের সন্ধ্যা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট- আন্তর্জাতিক ক্রিকেটকে টাটা করেন। ঠিক ৫ বছর ৫ মাস পর। প্রজাতন্ত্র দিবসের পরদিন সন্ধে। সেই সোশ্যাল মিডিয়া। আর সেখানে আরেকটা ব্যক্তিগত সিদ্ধান্ত। আর প্লে ব্যাক করবেন না অরিজিত সিং।

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চেই প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণাম করেছিলেন অরিজিত। ধোনি তাতে খানিক অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। হাত দিয়ে আটকানোরও চেষ্টা করেছিলেন। কিন্তু তার আগেই ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন কুলের পা ছুঁয়ে ফেলেছেন অরিজিত। ২০২৩ সালে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের শেষদিকে বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ এবং দুই দলের অধিনায়ককে মঞ্চে ডাকেন সঞ্চালিকা। তখনই সুযোগ বুঝে ধোনিকে প্রণাম করে নেন অরিজিৎ।

অরিজিতের অবসরে ভাইরাল বিরাট কোহলির ১০ বছর আগের টুইটও, সোশ্যাল মিডিয়ায় নিজেকে অরিজিতের ভক্ত বলে দাবি করেন কিং কোহলি। বিরাট কোহলির যে প্রতিক্রিয়া ভাইরাল হতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে তিনি লিখেছিলেন, ‘আমিই হয়ত অরিজিত সিংয়ের সবচেয়ে বড় ফ্যান। ওঁর প্রতিভা এবং আবেগঘণ স্বর আমাকে মন্ত্রমুগ্ধ করে। সত্যি কথা বলতে কী, আমার কাছে বলার মতো কোনও ভাষা নেই।’

spot_img

Related articles

দায়িত্ব নিয়েছিলেন অভিষেক, সেবাশ্রয় ২-এর মধ্যমে চিকিৎসা করিয়ে নিরাময় ১০ বছরের অনুরাগের

নিজের লোকসভা কেন্দ্রের মানুষের কাছে উন্নততর চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সম্মান-জায়গা দেয়নি বিজেপি! তৃণমূলের পতাকা হাতে নিলেন খগেন মুর্মুর প্রথম স্ত্রী অরুণা

সম্মান-জায়গা দেয়নি সিপিএম, বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)...

মাঘের ঠান্ডায় বাধা, ঘূর্ণাবর্ত-ঝঞ্ঝার জোড়া ফলায় শীতের অকাল বিদায়ের সম্ভাবনা!

ক্যালেন্ডারের পাতায় পৌষ-মাঘ শীতকাল (winter) হলেও বসন্ত পঞ্চমী থেকেই মূলত ঋতুরাজের আগমন ঘটে। কিন্তু তাই বলে ঠান্ডার ইনিংস...

বিজেপি রাজ্যে বন্ধ গাড়ি থেকে উদ্ধার পুরোহিতের গুলিবিদ্ধ দেহ

বিজেপি ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে দুর্নীতি চরম সীমায় পৌঁছেছে। মঙ্গলবার রাতে গাড়ি থেকে উদ্ধার হল এক পুরোহিতের গুলিবিদ্ধ...