সন্তোষ ট্রফির(Santosh Trophy) চতুর্থ ম্যাচে আটকে গেল বাংলা(Bengal)। জয়ের হ্যাটট্রিক করার পর বুধবার গ্রুপ এ-তে নিজেদের চতুর্থ ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করলো বঙ্গ ব্রিগেড।

প্রথম তিন ম্যাচে জয় পেয়েছিল বাংলা(Bengal), ফলে প্লে অফ পর্ব আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। নিয়মরক্ষার ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে কোনও ক্রমে মান বাঁচাল সঞ্জয় সেনের দল। অসমের সিলাপাথারের রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে, খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে ম্যাচের সেরা নন্দ কুমার অনন্তরাজের গোলে এগিয়ে যায় তামিলনাড়ু। কিন্তু ৮১ মিনিটে সুজিত সাঁধু গোলে খেলায় সমতা ফিরিয়ে আনে বাংলা।

৮৮ মিনিটে ফের সুযোগ পায় বাংলা। নরহরির ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৯১ মিনিটে সুযোগ এসে গিয়েছিল তামিলনাড়ুর কাছেও। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্রয়ে শেষ হয় ম্যাচ। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কোচ সঞ্জয় সেনের দল।এই ড্রয়ের ফলে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল বাংলা।বাংলা গ্রুপের শেষ ম্যাচ খেলবে আগামী শুক্রবার অসমের বিরুদ্ধে।

অন্য ম্যাচে ঢকুয়াখানার বিষ্ণুরাম দোলে স্পোর্টস কমপ্লেক্সে, গ্রুপের অপর ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেলো আয়োজক অসম। বিজয়ী দলের পক্ষে গোলগুলি করেন প্রজ্ঞান সুন্দর গগৈ (৩৩’), প্রাঞ্জল ভূমিজ (৪৩’) ও আকরাং নার্জারি (৬৫’)। প্রাঞ্জল ভূমিজ ম্যাচের সেরা নির্বাচিত হন।

বাংলার খেলা নিয়ে কোচ সঞ্জয় সেন যা বলেন, এই মাঠে বাংলা প্রথম খেলছে। তামিলনাড়ু আগে দুটি ম্যাচ খেলেছে। তাই তারা একটু এগিয়ে ছিল। অবশ্য এটা অজুহাত নয়, প্রথমার্ধে তারা যথেষ্ট ভালো খেলেছে। চাপ স্বত্ত্বেও দ্বিতীয়ার্ধে খুব ভালো খেলেছে বাংলা। সমতায় ফিরছে। শেষ পনের মিনিটে হয়তো এগিয়েও যেতে পারতো।

–

–

–

–

–


