সম্মান-জায়গা দেয়নি সিপিএম, বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাজে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোদ দিলেন বিজেপি (BJP) সাংসদ খগেন মুর্মুর প্রথম স্ত্রী অরুণা মার্ডি (Aruna Maddi)। আজ, বুধবার কলকাতার তৃণমূল (TMC) ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ও বনমন্ত্রী বীরবাহা হাঁসদার (Birbaha Hansda) উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন অরুণা। 

এদিন তৃণমূলে যোগ দিয়ে অরুণা বলেন, “আমি সিপিএম, বিজেপির (CPIM-BJP) সঙ্গেও ছিলাম। কিন্তু সেখানে তেমন জায়গা পাইনি। আমি এসসি, এসটি মহিলাদের নিয়ে বেশি করে কাজ করতে চাই, তাই এই দলে এলাম।“ 

ব্রাত্য বসু জানান, অরুণা (Aruna Maddi) এক সময়ে সিপিএম করতেন। গণতান্ত্রিক মহিলা মোর্চার নেত্রী ছিলেন। খগেন মুর্মু যখন সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনিও বিজেপিতে যোগ দেন তিনি। মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী হন, সেই সময়ে তাঁর হয়ে প্রচারে করেন অরুণা। তিনিই তৃণমূলে যোগ দিলেন। বীরবাহা হাঁসদা বলেন, কোনও আদিবাসী বিজেপিকে সমর্থন করতে পারে না। বাংলার বিধানসভায় পাশ হলেও এখনও সারি ধর্মকে স্বীকৃতি দেয়নি কেন্দ্র।
আরও খবর: নোবেল শান্তি পেয়েছিলেন রবীন্দ্রনাথ! খুলে গেল বাংলা বিরোধী বিজেপি সভাপতির মুখোশ

স্বামী বিজেপির সাংসদ। স্ত্রী কেন বিরোধী দলে? অরুণা সাফ জবাব, “সকলেরই একটা আলাদা মত থাকে। আর উনিও তো সিপিএম থেকেই বিজেপিতে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ আমার ভালো লাগে। তাই আমি তৃণমূলে এলাম। এক বাড়িতে দু’জন দু’টো পৃথক দলে থাকলে, সেটা অস্বাভাবিকও কিছু না।“

সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণার তৃণমূলে যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।

–

–

–

–

–


