বুধবার হুগলি জেলার সিঙ্গুরে (Singur) সভা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার পালাবদল আন্দোলনের অন্যতম ভূমিক্ষেত্র থেকে তৃণমূল সুপ্রিমো বড় কোন ঘোষণা করবেন কি? প্রধানমন্ত্রী(PM ) সভা করার ঠিক ১০ দিনের মাথায় রাজ্যের প্রশাসনিক প্রধানের সভা ঘিরে আগ্রহ তুঙ্গে। নবান্ন (Nabanna) সূত্রে খবর, এদিন সিঙ্গুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আরও প্রায় ১৬ লক্ষ উপভোক্তার হাতে টাকা তুলে দেওয়ার পরিষেবার সূচনা করবেন মুখ্যমন্ত্রী (CM)৷ পাশাপাশি তিনি শিল্প নিয়ে বিশেষ কোনও বার্তা দেন কিনা সেদিকেও নজর থাকছে সব মহলের।

সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে সিঙ্গুরের বুকে মুখ্যমন্ত্রীর হাইভোল্টেজ সভা ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে।বুধবার সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে বারুইপাড়া-পলতাগড় গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রখালি এলাকায় বেশ কিছু সরকারি প্রকল্পের ঘোষণা এবং উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এরপর রাজনৈতিক সভা করার কথা রয়েছে তাঁর। প্রায় চার বছর পর বাংলার অগ্নিকন্যাকে নিজেদের মাটিতে দেখার আশায় ভোর থেকেই সভাস্থলের দিকে যেতে শুরু করেছে হুগলি জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। দিদির বার্তা শুনতে চান সিঙ্গুরের কৃষক, দিনমজুর থেকে শুরু করে দলের কর্মী- সমর্থকরা। বাংলার মানুষের মাথার ছাদ গড়তে দেয়নি কেন্দ্র সরকার। দিল্লির বুকে আন্দোলনের পর রাজ্য সরকার (Govt of West Bengal) নিজের কোষাগার থেকে বাংলার বাড়ি প্রকল্প শুরু করেছে।প্রথম পর্যায়ে ১২ লক্ষ উপভোক্তাকে এক লক্ষ কুড়ি হাজার টাকা ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ১৬ লক্ষ উপভোক্তাকে আজ প্রথম কিস্তি হিসেবে ৬০ হাজার টাকা পাঠিয়ে দেওয়া হবে। সিঙ্গুরে শিল্প বিনিয়োগ নিয়ে আসা নিয়ে প্রধানমন্ত্রী তাঁর সভা থেকে একটা শব্দও খরচ করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বড় কোনও ঘোষণা করবেন, অপেক্ষায় হুগলির বাসিন্দারা। সিঙ্গুরের সভা শেষেই দিল্লির উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী।

–

–

–

–

–

–

–

–


