Wednesday, January 28, 2026

বিজেপি রাজ্যে বন্ধ গাড়ি থেকে উদ্ধার পুরোহিতের গুলিবিদ্ধ দেহ

Date:

Share post:

বিজেপি ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে দুর্নীতি চরম সীমায় পৌঁছেছে। মঙ্গলবার রাতে গাড়ি থেকে উদ্ধার হল এক পুরোহিতের গুলিবিদ্ধ দেহ। ইন্দোরের(Indore) খাজরানা থানার মহালক্ষ্মী নগর এলাকায় একটি মাঠে কাছে গাড়িটি দাঁড় করানো ছিল। আশ্চর্যের বিষয় হল ভিতর থেকে বন্ধ করা ছিল সেই গাড়ি। এখানেই শেষ নয়, গাড়ি থেকে পাওয়া গিয়েছে একটি আগ্নেয়াস্ত্র। অতএব ওই পুরোহিতের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যপ্রদেশের ইন্দোর(Indore) এলাকার পুলিশ।

জানা গিয়েছে, মৃতের নাম সতীশ শর্মা (৩৭))(Satish Sharma)। খাজরানা থানার পুলিশ সূত্রে খবর, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। থানার আধিকারিক এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, যে গাড়িটি থেকে সতীশ শর্মার দেহ উদ্ধার হয়েছে সেটির দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল। গাড়ির জানলার কাঁচ ভেঙে তাঁর দেহ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির বুকে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।

অশোক নগর এলাকার বাসিন্দা সতীশ ইন্দোরের লাসুদিয়া এলাকার রাম মন্দিরে পুরোহিত ছিলেন। সোমবার রাতের দিকে মন্দিরে পুজোর জন্য কিছু জিনিস কিনতে তিনি বেরিয়েছিলেন। তাঁর স্ত্রী জানিয়েছেন পাটনিপুরা এলাকায় যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন তিনি। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পুলিশকে খবর দেওয়া হয়। এরপরেই মহালক্ষ্মী নগর এলাকায় একটি গাড়ির ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

পুরোহিতের মৃত্যুর পিছনে ঠিক কী কারণ থাকতে পারে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুরোহিতকে খুন করা হয়েছে না তিনি আত্মঘাতী হয়েছেন সেটাও খতিয়ে দেখছে পুলিশ। নিহতের পরিবারের সদস্য এবং এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলা হচ্ছে। জানা যায়, এলাকার এক তরুণীর সঙ্গে কয়েকদিন আগে থেকে ওই পুরোহিতের বন্ধুত্ব গড়ে উঠেছিল। সোমবার সন্ধ্যায় ওই তরুণীর সঙ্গে তাঁকে কথা বলতে দেখেছিলেন এলাকার কয়েক জন। এই মৃত্যুর সঙ্গে তরুণীর কোন যোগ আছে কী না তদন্তকারীরা সেই বিষয়টিও মাথায় রাখছেন। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

spot_img

Related articles

দায়িত্ব নিয়েছিলেন অভিষেক, সেবাশ্রয় ২-এর মধ্যমে চিকিৎসা করিয়ে নিরাময় ১০ বছরের অনুরাগের

নিজের লোকসভা কেন্দ্রের মানুষের কাছে উন্নততর চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সম্মান-জায়গা দেয়নি বিজেপি! তৃণমূলের পতাকা হাতে নিলেন খগেন মুর্মুর প্রথম স্ত্রী অরুণা

সম্মান-জায়গা দেয়নি সিপিএম, বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)...

মাঘের ঠান্ডায় বাধা, ঘূর্ণাবর্ত-ঝঞ্ঝার জোড়া ফলায় শীতের অকাল বিদায়ের সম্ভাবনা!

ক্যালেন্ডারের পাতায় পৌষ-মাঘ শীতকাল (winter) হলেও বসন্ত পঞ্চমী থেকেই মূলত ঋতুরাজের আগমন ঘটে। কিন্তু তাই বলে ঠান্ডার ইনিংস...

অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ অভিষেকের, পরিবারের প্রতি সমবেদনা

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার,...