Thursday, January 29, 2026

আজকের রাশিফল

Date:

Share post:

মেষ: দুশ্চিন্তার মেঘ কাটছে, গুরুজনের স্বাস্থ্যের উন্নতিতে মনে শান্তি ফিরবে। জীবনসঙ্গীর সঙ্গে রসায়ন জমজমাট। দীর্ঘদিনের লালিত স্বপ্ন সত্যি হতে পারে, নতুন ঠিকানার (জমি বা বাড়ি) চাবিকাঠি হাতে আসার প্রবল যোগ।

বৃষ: লক্ষ্মীলাভের একাধিক দুয়ার খুলতে পারে আজ। পকেটের স্বাস্থ্য ভালো হওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে আপনার দাপট বাড়বে। বিদ্যার্থীদের জন্য দিনটি সাফল্যের সিঁড়ি হয়ে উঠতে পারে।

মিথুন: পাসপোর্ট-ভিসা তৈরি রাখুন, কর্মসূত্রে সাতসমুদ্র পাড়ি দেওয়ার ডাক আসতে পারে। অর্থ আসবে ঠিকই, কিন্তু মনটা বোধহয় একটু উড়ু-উড়ু থাকবে। অস্থিরতা সামলে চলাই আজ বড় চ্যালেঞ্জ।

কর্কট: পাড়া-প্রতিবেশী বা বাইরের ঝামেলা থেকে দূরত্ব বজায় রাখুন, অযথা বিবাদে জড়িয়ে মানসিক শান্তি নষ্ট হতে পারে। পড়াশোনায় একটু চড়াই-উতরাই থাকলেও দিনশেষে নতুন কাজের খবর আসার আনন্দ থাকবে।

সিংহ: সৃজনশীল প্রতিভার কদর বাড়বে, কুড়োতে পারেন বিশেষ সম্মান। সঞ্চয় বাড়বে। তবে আজ সব ছাপিয়ে যাবে সন্তানের কোনো সাফল্যে আপনার চওড়া হাসি।

কন্যা: মাথার ঘাম পায়ে ফেলে যারা গবেষণা বা জটিল কাজ করছেন, তাদের জন্য আজ লটারি লাগার মতো সাফল্যের দিন। লক্ষ্মী সহায় থাকলেও পুরনো বাত বা ব্যথার সমস্যা ভোগাতে পারে।

তুলা: ভাগ্যলক্ষ্মী আজ আপনার দিকেই মুখ তুলে চেয়েছেন, অর্থযোগ চমৎকার। তবে শরীরটা ঠিক সায় না-ও দিতে পারে। বইখাতার দুনিয়ায় মন বসানো আজ কিছুটা কঠিন হবে।

বৃশ্চিক: ব্যবসার চাকা গড়গড়িয়ে চলবে। পাওনা টাকা হাতে আসতে একটু দেরি হতে পারে, তাই ধৈর্য ধরুন। বিদ্যার্থীদের জন্য দিনটি নিরুপদ্রব এবং প্রগতিশীল।

ধনু: হাতে আসা টাকা জলের মতো বেরিয়ে যাওয়ার যোগ রয়েছে, খরচে লাগাম দিন। যারা বিজ্ঞান বা প্রযুক্তি নিয়ে কাজ করছেন, তাদের জন্য দিনটি মাইলফলক হতে পারে। অফিসের কাজে উন্নতির সিঁড়ি স্পষ্ট।

মকর: আজ আপনি ‘ম্যান অফ দ্য ম্যাচ’। কর্মস্থলের কঠিন চ্যালেঞ্জ সামলে বসের সুনজরে থাকবেন। যারা যন্ত্রপাতি বা হাতের কাজে নিপুণ, তাদের পসার বাড়বে। অর্থভাগ্য বেশ ঝকঝকে।

কুম্ভ: সৃষ্টিশীল কাজে নামডাক হওয়ার সম্ভাবনা। অর্থাগম মন্দ হবে না। তবে পথ চলতে সাবধান, একটু অসতর্ক হলেই হোঁচট খাওয়ার বা চোট পাওয়ার আশঙ্কা রয়েছে।

মীন: কলম বা স্টেথোস্কোপ—যাঁদের পেশা বিচার বা চিকিৎসা, তাঁদের জন্য আজকের দিনটি সোোনায় সোহাগা। পড়াশোনায় সুফল মিলবে এবং ব্যবসার গ্রাফ থাকবে ঊর্ধ্বমুখী।

আরও পড়ুন – বাগবাজারে ১২ কন্যার গণবিবাহে কুণাল ঘোষ: বাপি ঘোষের ভূয়সী প্রশংসা

spot_img

Related articles

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...

IND vs NZ T20: বিশ্বকাপের আগে দুরন্ত ব্যাটিং রিঙ্কু-দুবের, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

নিউজিল্যান্ডের(Newzeland) বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে হার ভারতের(India)। ৫০ রানে জিতল কিউয়িরা। হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই থাকল, নিয়মরক্ষার ম্যাচে...

বাগবাজারে ১২ কন্যার গণবিবাহে কুণাল ঘোষ: বাপি ঘোষের ভূয়সী প্রশংসা

উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে এক বর্ণময় ও আন্তরিক সামাজিক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ। স্থানীয় পুরপিতা বাপি ঘোষের...