SIR শুনানিতে ডাক মেহতাব হোসেনকে(Mehtab Hossain)। মায়ের নামের বিষয়ে ত্রুটি থাকায় প্রাক্তন ভারতীয় ফুটবলারকে তলব কমিশনের। আগামী ১ ফেব্রুয়ারি শুনানিতে তলব মেহতাবকে। এই আগে মহম্মদ শামি, রহিম নবি, লক্ষ্মীরতন শুক্লাকেও শুনানিতে ডাকা হয়েছিল।

বারুইপুর বিধানসভার বাসিন্দা মেহতাবের (Mehtab Hossain) ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল, কিন্ত তাঁর মায়ের নামে ভুল আছে। সেই কারণে মেহতাবকে শুনানিতে ডাকা হয়েছে। গতকালই শুনানির নোটিশ পেয়েছেন প্রাক্তন এই ফুটবলার। কিন্তু বেঙ্গল সুপার লিগের সুন্দরবন দলের কোচ রয়েছেন মেহতাব। তাঁর দল ফাইনালে উঠলে ১ ফেব্রুয়ারি শুনানিতে হাজির থাকতে পারবেন না তিনি। সেক্ষেত্রে চিঠি দিয়ে ২ ফেব্রুয়ারি শুনানিতে যোগ দেওয়ার অনুরোধ জানাবেন।

বিশ্ব বাংলা সংবাদককে ফোনে মেহতাব বলেন, “শুধু আমাকে নয়, মহম্মদ শামির মতো বর্তমান ভারতীয় ক্রিকেটার যিনি বর্তমানে দেশের হয়ে খেলছেন তাঁকেও শুনানিতে ডাকা হচ্ছে, অর্মত্য সেনকে, নেতাজির পরিবারের সদস্যদের নোটিশ পাঠানো হচ্ছে। ভোট এলেই এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে। ভিন রাজ্যে বাংলায় কথা বললেই তাদের উপর অত্যাচার করা হচ্ছে। সবার এই ঘটনাগুলির প্রতিবাদ করা উচিত।”

এর আগে জানুয়ারি মাসের শুরুতেই শামিকে শুনানিতে ডাকা হয়েছিল। কিন্তু বাংলা দলের হয়ে খেলতে ব্যস্ত থাকায় শুনানিতে উপস্থিত থাকতে পারেননি। বিলিও-র মাধ্যমে কমিশনকে জানিয়ে দেন ২০ তারিখ হাজিরা দিতে পারবেন। অবশেষে নির্ধারিত দিনেই নিজের বুথের শুনানি কেন্দ্রে উপস্থিত হন শামি।

গত ১২ জানুয়ারি এই নিয়ে ক্রীড়াবিদরা সমবেত হয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন । ভবানীপুর ক্লাবের সামনে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, অলোক মুখোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস, সঞ্জয় মাঝি, প্রশান্ত চক্রবর্তী প্রতিবাদ জানান। ছিলেন অন্য খেলার প্রতিনিধি থেকে ক্লাব কর্তারাও। খেলার মাঠে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু তার পরেও তুচ্ছ কোনও কারণে তাদের বা তাদের পরিবারের সদস্যদের শুনানিতে ডাকা হচ্ছে।

–

–

–

–

–
–


