বলিউডে (Bollywood ) আবেগের গান মানেই অরিজিৎ সিং (Arijit Singh) —এমনটাই এতদিন ভেবেছেন শ্রোতারা। কিন্তু সেই চেনা ছকে এবার বদল। ২৭ জানুয়ারি সমাজমাধ্যমে এক পোস্টে অরিজিৎ জানান, তিনি প্লেব্যাক গানের জগৎ থেকে সরে দাঁড়াচ্ছেন। এই ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠছে—এরপর কোন পথে হাঁটবেন জনপ্রিয় গায়ক?

ঘনিষ্ট সূত্রে খবর, অরিজিতের নতুন লক্ষ্য সিনেমা পরিচালনা। শোনা যাচ্ছে, একটি বড় বাজেটের জঙ্গল অ্যাডভেঞ্চার ছবি নিয়ে তিনি কাজ শুরু করতে চলেছেন। চিত্রনাট্য লিখেছেন তাঁর স্ত্রী কোয়েল সিং (Koel Singh)। অভিনয় করতে দেখা যাবে অরিজিতের ছেলেকে। এছাড়াও থাকছেন দিব্যেন্দু ভট্টাচার্য (Dibyendu Bhattacharya), নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazzudin Siddiqui) এবং নওয়াজের মেয়েকে। ছবির সহ-প্রযোজনার দায়িত্বে রয়েছেন মহাবীর জৈন। ইতিমধ্যেই প্রি-প্রোডাকশনের(Pre- Production) কাজ শুরু হয়েছে এবং আগামী এক মাসের মধ্যেই কাস্টিং প্রক্রিয়া শুরু হবে।

তবে পরিচালনায় অরিজিতের (Arijit Singh) হাতেখড়ি আজকের নয়। ২০১৫ সালে তিনি পরিচালনা করেন ‘ভালোবাসার রোজনামচা’। এরপর ২০১৭ সালে আসে ‘সিম্পল নোটস’। দুটি ছবিরই শুটিং হয়েছিল মুর্শিদাবাদে। ২০১৮ সালে তিনি পরিচালনা করেন আরও একটি বাংলা ছবি ‘সা’, যেখানে এক কিশোরের গানকে ঘিরে বেড়ে ওঠার গল্প তুলে ধরা হয়।

সব মিলিয়ে, প্লেব্যাক থেকে সরে এসে অরিজিৎ সিংয়ের এই নতুন অধ্যায় ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল তুঙ্গে। গায়ক হিসেবে যিনি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, পরিচালক হিসেবে তাঁর গল্প বলার ভঙ্গি কেমন হবে—সেদিকেই এখন তাকিয়ে অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির সকলেই।

আবার পাশাপাশি, অরিজিৎ সিং-এর রাজনীতিতে যোগদানের খবরও শোনা যাচ্ছে। তবে, একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, কোনও চলতি রাজনৈতিক দল নয়, নিজেই দল গড়ে নির্বাচনে লড়বেন তিনি। তবে, এই নিয়ে এখনও কিছুই জানাননি অরিজিৎ।

–

–

–

–

–


