Sunday, February 1, 2026

নারী সুরক্ষায় বড় পদক্ষেপ: মহিলাদের সুবিধার্থে বিশেষ পার্কিং জোন চালু করল অ্যাক্রোপলিস মল

Date:

Share post:

কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন ‘অ্যাক্রোপলিস মল’ মহিলা ক্রেতা ও চালকদের সুবিধার্থে একগুচ্ছ অভিনব পদক্ষেপ গ্রহণ করল। মহিলাদের জন্য বিশেষ পার্কিং জোন ‘শি পার্কিং’ (She Parking) চালুর পাশাপাশি স্বাস্থ্যবিধি রক্ষায় মলে বসানো হলো স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। এই বিশেষ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের সাউথ সাবার্বান ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার বিদিশা কলিতা (IPS) এবং জনপ্রিয় অভিনেত্রী সোনালি চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মার্লিন গ্রুপের রিটেল ও হসপিটালিটি বিভাগের কর্পোরেট জেনারেল ম্যানেজার শুভদীপ বসু।

মহিলা চালকদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে মলের আপার বেসমেন্টে তৈরি করা হয়েছে এই বিশেষ পার্কিং জোন। জোনটিকে সহজেই চেনার জন্য বেগুনি রঙের থিম এবং বেগুনি জেব্রা ক্রসিং ব্যবহার করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে এখানে ১০টি দুই চাকার গাড়ি এবং ২টি চার চাকার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। মহিলা চালকদের গাড়ি পার্কিংয়ে সাহায্য করার জন্য বিশেষ প্রশিক্ষিত কর্মী নিয়োগ করা হয়েছে। কর্তৃপক্ষের আশা, গ্রাহকদের প্রতিক্রিয়ার ভিত্তিতে ভবিষ্যতে এই জোনের পরিধি আরও বাড়ানো হবে।

অ্যাক্রোপলিস মল কর্তৃপক্ষ ‘উইশ কেয়ার’ কর্মসূচির আওতায় মলের প্রতিটি ওয়াশরুমে স্যানিটারি ন্যাপকিন ডিসপেন্সিং ও ভেন্ডিং মেশিন বসিয়েছে। ‘ফানস্মার্ট নলেজ সলিউশন ফাউন্ডেশন’-এর সহযোগিতায় এই উদ্যোগটি একটি মহৎ উদ্দেশ্যের সঙ্গে যুক্ত। স্যানিটারি ন্যাপকিন বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ সরাসরি কন্যা শিশুদের শিক্ষায় ব্যয় করা হবে। ডেপুটি পুলিশ কমিশনার বিদিশা কলিতা বলেন, “সমাজের এই পরিবর্তন দেখে খুব ভালো লাগছে। মহিলাদের হাইজিন ও সুরক্ষার কথা ভেবে অ্যাক্রোপলিস মল যে ব্যবস্থা নিয়েছে এবং সেই অর্থ শিশুদের পড়াশোনায় লাগানোর যে পরিকল্পনা করেছে, তা সত্যিই প্রশংসনীয়।” অভিনেত্রী সোনালি চৌধুরী বলেন, “মহিলাদের স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে নেওয়া এই উদ্যোগটি সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র ৫ টাকার বিনিময়ে স্বাস্থ্যসেবা পাওয়ার পাশাপাশি তা কন্যা শিশুদের শিক্ষায় অবদান রাখবে, এটা ভাবতেই ভালো লাগছে।”

মার্লিন গ্রুপের জেনারেল ম্যানেজার শুভদীপ বসু জানান, “মহিলা চালকদের একটি নিরাপদ ও সুপরিচালিত অভিজ্ঞতা দিতেই আমাদের এই প্রয়াস। আমরা দ্রুত ফাস্টট্যাগ (FASTag) পরিষেবাও যুক্ত করার প্রক্রিয়া চালাচ্ছি যাতে পার্কিং পেমেন্ট আরও নির্বিঘ্ন হয়।” মলের এই উদ্যোগে স্যানিটারি প্যাড ব্যবহারের পর তা নষ্ট করার জন্য বিশেষ ডিস্পোজাল বিনের ব্যবস্থাও রাখা হয়েছে, যা পরিবেশ ও পরিচ্ছন্নতা উভয়ই রক্ষা করবে।

আরও পড়ুন- নাম ভাঙিয়ে সুবিধা চাইলেই ব্যবস্থা, দায়িত্ব নিয়েই পুলিশকে কড়া বার্তা নগরপালের

_

_

_

_

_

_

spot_img

Related articles

শুক্রের পরে শনিতে: রাজ্য পুলিশে ফের সংশোধন ও রদবদল

শুক্রবার রাজ্য পুলিশের ডিজি পদে এসেছেন পীযূষ পাণ্ডে। এরকমই রাজ্যের পুলিশের (West Bengal police) শীর্ষ পদে ব্যাপক রদবদল...

সোমে মাধ্যমিক, এখনও নেই অ্যাডমিট! ৮৬টি স্কুলকে চরম হুঁশিয়ারি পর্ষদের

হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা। সোমবার থেকেই শুরু হতে চলেছে জীবনের প্রথম বড় পরীক্ষা ‘মাধ্যমিক’। অথচ দুশ্চিন্তার পাহাড়...

সেঞ্চুরির পর কিপিংয়ের মহড়াও সারলেন ঈশান, বিশ্বকাপের প্রথম একাদশ বেছে নিলেন গম্ভীর?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচে ৪৬ রানে জিতল ভারত(India)। সিরিজের ফল ৪-১ । টি২০ বিশ্বকাপ শুরুর সাত দিন...

নাম ভাঙিয়ে সুবিধা চাইলেই ব্যবস্থা, দায়িত্ব নিয়েই পুলিশকে কড়া বার্তা নগরপালের

শুক্রবার দায়িত্ব পেয়েই পরের দিন অর্থাৎ শনিবার বড় নির্দেশ দিলেন নগরপাল সুপ্রতিম সরকার। স্পষ্ট জানিয়ে দিলেন, পুলিশ কমিশনারের...