Saturday, January 31, 2026

বিজেপি ছাড়তে চেয়েছিলেন অজিত! মমতার দাবিতে শিলমোহর অজিত-শারদ ভিডিওতে

Date:

Share post:

মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মৃত্য়ুর পরে বিমান দুর্ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছিলেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দলও একইভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (central agency) দিয়ে তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিল। তবে বিজেপি ও তার সহযোগীরা, এমনকি এনসিপি (এসপি গোষ্ঠী)-র (NCP SP) প্রবীণ নেতা শারদ পাওয়ারও (Sharad Pawar) মৃত্যু নিয়ে রাজনীতি করার নিন্দা করেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সেই দাবি যে অমূলক ছিল না, তা এবার প্রকাশ্যে এলো সাম্প্রতিক একটি ভিডিও-র মধ্যে দিয়ে, যেখানে দেখা গেল, শারদ পাওয়ারের সঙ্গে বৈঠক করছেন অজিত পাওয়ার (Ajit Pawar)।

সংবাদ সংস্থা পিটিআই প্রকাশিত একটি ভিডিও এমন একটি দিনে ছড়িয়ে পড়েছে যেদিন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন প্রয়াত এনসিপি নেতা অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার (Sunetra Pawar)। এনসিপি (এসপি গোষ্ঠী) নেতা শারদ পাওয়ার জানিয়েছেন সুনেত্রা উপমুখ্যমন্ত্রী হওয়া নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেননি। প্রমাণ করার চেষ্টা করেন, এনসিপি-র অভ্যন্তরীণ সিদ্ধান্তে হস্তক্ষেপ করে না শারদ পাওয়ার গোষ্ঠী।

তবে পিটিআই যে ভিডিও প্রকাশ করেছে সেটি ১৭ জানুয়ারির, অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার মাত্র ৯ দিন আগের। সেই ভিডিওটি তোলা মহারাষ্ট্রের বারামাতির গোবিন্দ বাগে। গোবিন্দ বাগ শারদ পাওয়ারের বাসভবন। সেখানে এনসিপি-র (NCP) দুই গোষ্ঠীর একাধিক নেতা এক টেবিলে বৈঠকে উপস্থিত ছিলেন। শারদ পাওয়ার (Sharad Pawar) সবথেকে কাছের চেয়ারেই বসে ছিলেন ভাইপো অজিত (Ajit Pawar)। বিজেপি বিরোধী গোষ্ঠী সঙ্গে যে আলোচনা চালিয়েছিলেন অজিত পাওয়ার, এই ভিডিও-তে প্রমাণিত হয়েছে। তবে তার পরিণতি হওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন :

অজিতের মৃত্যুর পরে শারদ পাওয়ার কলকাতা থেকে তাঁর মৃত্যু নিয়ে রাজনীতি বন্ধের দাবি তুলেছিলেন। মৃত্যু নিয়ে রাজনীতি বন্ধ হলেও, তা নিয়ে সন্দেহের যে অবকাশ থেকে যায়, তা এই ভিডিও-তেই প্রমাণিত। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্য়ায় বিমান দুর্ঘটনায় যে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছিলেন তা যে অমূলক নয়, তাও একবার প্রমাণিত হল।

spot_img

Related articles

বন্ধ হতে চলেছে টেলিপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’! বাড়ছে জল্পনা

জনপ্রিয়তা থেকে বিতর্ক, বারবার খবরের শিরোনামে থেকেছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'(Chirodini Tumi Je Aamar)। জিতু...

ভোটার তালিকায় ভুল রুখতে কড়া কমিশন, মাইক্রো অবজার্ভারদের কাঁধে নতুন দায়িত্ব

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার আরও কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। স্পষ্ট জানানো...

বিভ্রান্ত জারি পিসিবির, টি২০ বিশ্বকাপের আগে নয়া জটিলতায় আইসিসি

টি২০ বিশ্বকাপ ( ICC T20 World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন কিন্ত তার আগে জটিলতা কিছুতেই কাটছে...

IG পদে উন্নতির জন্য ফতোয়া: ২০১১ পরবর্তী ক্যাডারদের জন্য নতুন নিয়ম

কেন্দ্রে আইজি বা সমতুল পদে নিয়োগের ক্ষেত্রে আইপিএস আধিকারিকদের (IPS Officer) জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) নতুন...