দুয়ারে আইএসএল। জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল(East Bengal)। আইএসএল শুরুর আগে দলের মাঝমাঠকে আরও শক্তিশালী করল লাল হলুদ।

আসন্ন মরশুমের জন্য ইস্টবেঙ্গলে(East Bengal) সই করলেন জেরি মাউইয়া। নতুন দলে তিনি ১৭ নম্বর জার্সি পরবেন।আইএসএলে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে জেরির। এর আগে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি এবং ওড়িশা এফসির হয়ে খেলেছেন তিনি। দ্রুত গতি, নিখুঁত ড্রিবলিং এবং সেইসঙ্গে ভালো ক্রসিং করতে পারেন।

জেরির আগেই ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিয়েছিলেন শনিবার হল সরকারি ঘোষণা।লাল হলুদ কোচ অস্কার বলেন, “জেরি এমন একজন খেলোয়াড়, যিনি নিজের গতি ও সরল খেলার মাধ্যমে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আমরা যে ধরনের দল গড়তে চাই, জেরি তার সঙ্গে পুরোপুরি মানানসই।”

ইস্ট বেঙ্গলে যোগ দিয়ে উচ্ছ্বসিত জেরি নিজেও। ইমামি ইস্টবেঙ্গলের মিডিয়া বার্তায় জেরি বলেন, , “ইস্ট বেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবে খেলতে পারা আমার কাছে স্বপ্নের মতো। মিজোরাম থেকে এসে শ্যালো মালসাওমতলুঙ্গার খেলা দেখে বড় হয়েছি। তাই ছোটবেলা থেকেই ইস্ট বেঙ্গলের জার্সি পরার ইচ্ছে ছিল। এবার সেই সুযোগ পেয়েছি। ক্লাবকে আইএসএল জেতাতে আমি নিজের সেরাটা দেব। জয় ইস্ট বেঙ্গল!”

এখন পর্যন্ত আইএসএলে ১৪১টি ম্যাচ খেলে জেরি করেছেন ১৮টি গোল ও ২২টি অ্যাসিস্ট। তৈরি করেছেন ১২০টি সুযোগ এবং সফল ড্রিবল করেছেন ৮০ বার। অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ স্তরে ভারতীয় জাতীয় দলের হয়েও খেলেছেন তিনি।


এদিকে প্রয়াত ইলিয়াস পাশার স্মৃতির উদ্দেশ্যে দুটি চ্যারিটি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গলে। একটি ম্যাচ হবে ইস্টবেঙ্গল স্টারস বনাম ইস্টবেঙ্গল লেজেন্ডস। নেতৃত্ব দেবেন যথাক্রমে তুষার রক্ষিত ও বিকাশ পাঁজি। আরও একটি ম্যাচ হবে ইস্টবেঙ্গল বনাম এফপিএআই অর্থাৎ ভারতের ফুটবলার অ্যাসোসিয়েশন। ইস্টবেঙ্গলকে নেতৃত্ব দেবেন বাইচুং ভুটিয়া ও এফপিএআই-এর নেতৃত্বে থাকবেন ব্যারেটো।

–

–

–

–
–

