নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচে ৪৬ রানে জিতল ভারত(India)। সিরিজের ফল ৪-১ । টি২০ বিশ্বকাপ শুরুর সাত দিন আগেই মোটামুটি নিশ্চিত হয়ে গেল ভারতের প্রথম একাদশ। ঈশান কিষানের শতরান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচে ৫ উইকেটে ২৭১ রান তোলে ভারত যা টি২০ ভারতের তৃতীয় সর্বোচ্চ রান। রানের ছন্দে থাকা সূর্যকুমার যাদব ৬৩ রান করেন।জবাবে কিউয়িদের ইনিংস শেষ হল ১৯.৪ ওভারে ২২৫ রানে।

এই ম্যাচ তথা সিরিজে নায়ক একজনই, তিনি ঈশান কিষাণ(Ishan Kishan), প্রত্যাবর্তনের সিরিজটা স্মরণীয় করে রাখলেন। শেষ ম্যাচে ৪৩ বলে ১০৩ রান করলেন। ৬টি চারের পাশাপাশি ছিল ১০টি ছক্কা। স্ট্রাইক রেট ২৫০-র কাছাকাছি।চলতি সিরিজে চারটি ম্যাচ খেলেছেন ঈশান। করেছেন ২১৫ রান। সিরিজ়ে দ্বিতীয় সর্বাধিক রান তাঁর। তা-ও এক ম্যাচ কম খেলে। বিশ্বকাপে নিজের জায়গা পাকা করে নিলেন ধোনির রাজ্যের ক্রিকেটার।

ঈশান(Ishan Kishan) জায়গা নিশ্চিত করলেও বিশ্বকাপের আগেই ভাগ্য নির্ধারণ হয়ে গেল সঞ্জু স্যামসনের, ঘরের মাঠেও রান পেলেন না। সঞ্জু স্যামসন (৬ বলে ৬) দ্রুত আউট হলেন। চোট সারিয়ে তিলকের বিশ্বকাপে খেলা প্রায় পাকা। তিনি ঢুকলে ঈশান ও সঞ্জুর মধ্যে এক জন বাদ পড়বেন। পাঁচ ম্যাচের পর চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, এর পর ঈশানকে বাদ দেওয়ার কোনও জায়গা নেই। তিলক ঢুকলে বাদ পড়বেন সঞ্জুই। এই ম্যাচে ভারত ফিল্ডিং করার সময় দেখা যায়, দস্তানা হাতে থাকল ঈশানের।

প্রত্যাশাপূরণে ব্যর্থ জসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী। দু’জনেই মার খেয়ে গেলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের ফর্ম কিছুটা চিন্তায় রাখবে থিঙ্ক ট্যাঙ্ককে।

–

–

–

–

–



