লাফিয়ে বাড়ছে সোনার দাম, এবার বৃদ্ধি রেকর্ড ব্রেকিং!

অগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। এখন যা আকাশ ছোঁয়া। আজ, সোমবার তা বাড়ল 25 শতাংশ। সপ্তাহের প্রথম দিনে 10 গ্রাম সোনার দাম হল 39,196 টাকা। সোমবারই টাকার দাম ডলারের তুলনায় 51 পয়সা কমেছে। ফলে সমস্যা আরও জটিল হতে পারে বলে মনে করা হচ্ছে।

সোনার দাম বাড়ার প্রবণতা শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। ওই দিন থেকে প্রতিদিনই বেড়েছে সোনার দাম শুধু সোনা নয়, রুপোর দামও বাড়ল 1 শতাংশ। সোমবার প্রতি কেজি রুপোর দাম হল 45,058 টাকা। কেন এই দামবৃদ্ধি? চিনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ ও ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়াই এর অন্যতম কারণ বলে মনে করছে অর্থনৈতিক মহল।

আরও পড়ুন – কান থেকে বেড়িয়ে এলো জীবন্ত মাকড়সা, তারপর?

Previous articleরাজৌরির প্রথম মহিলা হিসেবে এইমসে ডাক্তারী পড়ার সুযোগ পেলেন ইরমিম!
Next articleএশিয়া আর ইউরোপের ভৌগলিক অবস্থান নিয়ে এ কি বললেন ইমরান খান?