পূর্ব বর্ধমান প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর খোলামেলা অভিযোগ:” অভিযোগ শুনি পুলিশ নানা অভিযোগ দিয়ে টাকা তুলছে। সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে টাকা তোলা হচ্ছে। বলা হয় কলকাতায় টাকা পাঠাতে হবে। এর মানে কী? কলকাতায় কে টাকা চাইছে? কাকে টাকা পাঠাতে হয়?” ক্ষুব্ধ মমতা নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থকে জিজ্ঞেস করেন,” তোমরা টাকা নাও নাকি?” বিব্রত সুরজিৎ বলেন,” না ম্যাডাম।”
মমতা বলেন,” তারা নেয় তাহলে? দোষ হয় আমার সরকার আর আমার পার্টির!” থানার বড়বাবুদের মমতা সতর্ক করে বলেন,” আপনারা সরকারের মুখ। ভাল কাজ করলে কৃতিত্ব পান। খারাপের দায় আমাদের উপর চাপে। ঠিকঠাক করে সব চালান।”
