সারাদিন বড্ড খাটনি গিয়েছে। মাথাটা বড্ড ধরেছে, গা-হাত-পায়াও ম্যাজ ম্যাজ করছে। অ্যায় বিলে-শান্তা এদিকে একটু আয় তো মাথাটা টিপে দে। বাংলা ছায়াছবির পাঠশালার দৃশ্যে প্রবাদপ্রতিম শিল্পী তুলসী চক্রবর্তী এমন করছেন, তা প্রায়শই দেখা যেত। কিন্তু শতাব্দী প্রাচীন পাঠশালাকে পানাগড় বাজার হাইস্কুলে তুলে আনার অভিযোগ শিক্ষক সন্দীপ চট্টোপাধ্যায়র বিরুদ্ধে। স্কুলের বারান্দায়।

একটি তিন সেকেন্ডের ভিডিও। আর একটি ছবি। ভিডিওতে দেখা যাচ্ছে স্কুল চলছে। সেদিকে ভ্রূক্ষেপ নেই। লাল চেয়ারে গা এলিয়ে বসে সন্দীপবাবু। আর এক ছাত্রী তাঁর মাথা টিপে দিচ্ছেন। ছবি বলছে এক ছাত্র তাঁর ঘাড়-পিঠে মাসাজ করছে। দুষ্টু কোনও পড়ুয়া নাকি কোনও সহকর্মী (!) ভিডিও আর ছবিটি তুলেছেন তা গোপনই রইল। তবে এহেন ছবি দেখে অনেকেই বলছেন, সরকারি স্কুলে পড়াশোনার হালটা বোঝ! প্রশ্ন, স্কুল কর্তৃপক্ষও কী জেগে ঘুমোচ্ছে! স্কুলগুলির হাল-বেহাল নিয়ে বিতর্ক শুরু হল বলে। কিন্তু শিক্ষক সমাজেরও বোধহয় এ হেন আচরণের জন্য প্রকাশ্যে এমন ঘটনার প্রতিবাদ জানানো উচিত। কারন, কেউ কেউ এমন করেন, কিন্তু সকলে তো এমন নন।

আরও পড়ুন-রাজ্য বিজেপির সাংগাঠনিক বৈঠকে গরহাজির শোভন-বৈশাখী
