গুগলের নয়া ফিচার! এবার ছবির লেখা সার্চ করা যাবে গুগলে

গুগলের নয়া ফিচার। লেন্স প্ল্যাটফর্মে এই ফিচার ইনপুট করতে চলেছে গুগল। এর মাধ্যমে গুগল ফটোস লাইব্রেরিতে ছবির ওপরের লেখা ধরে সার্চ করতে পারবেন গ্রাহক। চলতি মাসেই এই ফিচারটি চালু করা হবে বলে এক ট্যুইট বার্তায় জানিয়েছে গুগল।

গুগলের এই নয়া ফিচার্সে গ্রাহক ছবি থেকে লেখা কপি করতে এবং সেগুলো ডকুমেন্ট বা নোটে পেস্ট করতে পারবেন। অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপের পাশাপাশি ওয়েব ক্লায়েন্টেও এই ফিচারটি কাজ করবে।

আরও পড়ুন – উদ্বিগ্ন গোটা বিশ্ব, যুদ্ধবিমান দিয়ে আমাজনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা

Previous articleতুলসী চক্রবর্তীর পাঠশালা স্কুলে তুলে আনলেন পানাগড়ের শিক্ষক!
Next articleশ্রীরামপুরের স্কুলে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ