এবার ইংরেজবাজার পুরসভায় ডামাডোল! চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কাউন্সিলরদের

মালদা জেলার ইংরেজবাজার পুরসভায় ডামাডোল। তৃণমূল কংগ্রেস পরিচালিত ইংরেজবাজার পুরসভায় এবার অনাস্থা প্রস্তাব আনলেন দলের কাউন্সিলররাই। পুরপ্রধান নীহাররঞ্জন ঘোষের বিরুদ্ধে দলের 15 জন কাউন্সিলর এই অনাস্থা প্রস্তাব এনেছেন বলে জানা গিয়েছে।

ইংরেজবাজার পুরসভার মোট 29টি ওয়ার্ড। যার মধ্যে তৃণমূলের দখলে 24টি। এই 24 জনের মধ্যে থেকেই 15 জন কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন। সূত্রের খবর, ইতিমধ্যেই অনাস্থা প্রস্তাব পৌঁছে গিয়েছে জেলাশাসক, মহকুমাশাসক ও চেয়ারম্যানের কাছে।

আরও পড়ুন-ভোরের আলো ফোটার আগে ভেঙে পড়ল মন্দিরের একাংশ, তারপর?

উল্লেখ্য, আগে এই পুরসভার চেয়ারম্যান ছিলেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। বছর দুয়েক আগে তাঁকেই সরিয়ে চেয়ারম্যান হন নীহাররঞ্জন ঘোষ। সেবার নীহারপন্থিরাই কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন। এবার কৃষ্ণেন্দুপন্থীরা অনাস্থা আনলেন নীহাররঞ্জন ঘোষের বিরুদ্ধে। উল্লেখ্য, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই মাসখানেক আগে নীহাররঞ্জন ঘোষের সঙ্গে প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর হাতাহাতি পর্যন্ত হয়ে গিয়েছিল।

এই প্রসঙ্গে চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ জানিয়েছেন, তিনি কলকাতায় আছেন। তবে বিষয়টি শুনেছেন। এমন সিদ্ধান্ত নেওয়ার আগে কাউন্সিলররা তাঁর সঙ্গে আলোচনা করতে পারতেন। কোথায় অসুবিধা তা জানাতে পারতেন। এটা দল চিন্তা করবে। দল যা বলবে। তিনি দলের নির্দেশ মাথা পেতে গ্রহণ করবেন।

আরও পড়ুন-সাত সকালে বিকট আওয়াজ! বিস্ফোরণে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো তৃণমূল নেতার বাড়ি