অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে আবারও ক্রিকেটে ফিরতে চান অম্বাতি রায়ডু। এই মর্মে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে তিনি লিখেছেন, সব ধরনের ক্রিকেট খেলতে চান তিনি।

রায়ডুর কথায়, ‘চেন্নাই সুপার কিংস, ভিভিএস লক্ষণ, নোয়েল ডেভিডকে ধন্যবাদ। কঠিন সময়ে ওঁরা আমার পাশে থেকেছেন। বোঝাতে পেরেছেন যে এখনও আমার ক্রিকেট খেলার ক্ষমতা রয়েছে। অবসরের সিদ্ধান্ত যে আবেগের বশবর্তী হয়ে তড়িঘড়ি নিয়েছিলাম তাও ওঁরা আমাকে বুঝিয়েছেন। আমার মধ্যে এখনও অনেক ক্রিকেট আছে, তাই ফের ক্রিকেট মাঠে ফিরতে চাই।’

আরও পড়ুন – কিংস্টননেও বিরাট রেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি, সুযোগ পেলে রেকর্ড গড়তে পারেন অশ্বিনও
