গণপিটুনি রুখতে কঠোর এক বিল শুক্রবার পাশ হলো বিধানসভায়। এই বিলের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ” গণপিটুনি নিয়ে কেন্দ্র কোনও বিল আনেনি, তাই রাজ্যে এই বিল আনতে হচ্ছে। রাজ্যপালের অনুমতি নিয়েই গণপিটুনি বিল পেশ করা হয়েছে।

বিল পেশের আগে বিভিন্ন রাজ্যের কাছে গণপিটুনি নিয়ে তথ্য তলব করা হলেও কোনও রাজ্যের থেকেই যথাযথ তথ্য মেলেনি, জানিয়েছেন মমতা । ‘ধর্মের নামে মানুষ হত্যা করা হলে তা সভ্যতার অবক্ষয়, কেউ ছেলেধরা হলে তাকে পুলিশের হাতে দিন, পুলিশ-প্রশাসন তার কাজ করবে’, মন্তব্য করেছেন মমতা। নতুন বিলে বলা হয়েছে, গণপিটুনিতে জড়িত প্রমান হলে আজীবন কারাবাসের শাস্তি হতে পারে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ‘মা’ উড়ালপুলে ঝুলন্ত বাগান!
