মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ‘মা’ উড়ালপুলে ঝুলন্ত বাগান!

রাজ্যে ক্ষমতায় আসার পর পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মকে সুস্থ-সবল রাখতে কলকাতা শহর জুড়ে ব্যাপক
সবুজায়নে গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই এবার ‘মা’ উড়ালপুলে ঝুলন্ত বাগান করবে রাজ্য সরকার। টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

বেঙ্গল চেম্বার অফ কমার্স আয়োজিত দ্বাদশ পরিবেশ ও শক্তি কনক্লেভে একথা জানান, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, কলকাতা–সহ গোটা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় চলছে ব্যাপক বনসৃজন।

আরও পড়ুন – পিকের নয়া আইডিয়া: দলীয় সাংসদ, জেলা সভাপতিদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা

কিন্তু কলকাতায় বনসৃজনের জন্য প্রয়োজনীয় জমির অভাব রয়েছে। তাই মেয়র ছাদের বাগান ও ঝুলন্ত বাগানের ওপর গুরুত্ব আরোপ করেন। জানান, মেট্রো রেলকে ইতিমধ্যেই তাঁরা সবুজায়নের জন্য অনুরোধ জানিয়েছেন।

এই কনক্লেভে চীন, জাপান থেকেও বিশেষজ্ঞরা এসেছিলেন। বেঙ্গল চেম্বার অফ কমার্সের এই কনক্লেভে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ইন্দ্রজিৎ সেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেব এ মুখার্জি, টেরি–‌র ডিজি অজয় মাথুর প্রমুখ।

আরও পড়ুন – কেন্দ্রকে RBI-এর বিপুল ঋণ প্রদান নিয়ে প্রশ্ন তুললেন মমতা

Previous articleকিংস্টননেও বিরাট রেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি, সুযোগ পেলে রেকর্ড গড়তে পারেন অশ্বিনও
Next articleবনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের উপর হামলা