কলকাতায় মেট্রো বিভ্রাট এখন রোজনামচা হয়ে দাঁড়িয়েছে।
শনিবার অফিস টাইমে ফের বিভ্রাট মেট্রোয়। নেতাজি ভবন স্টেশনে আটকে গেল কবি সুভাষগামী ডাউন লাইনের ট্রেন। যান্ত্রিক ত্রুটির জেরে ট্রেন থমকে যায়।

তার জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে একাধিক মেট্রো। কয়েক মিনিট পরে অবশ্য রেকটি চালানো সম্ভব হয়। তবে রোজ রোজ এমন বিভ্রাটে নিত্যযাত্রীরা খুবই বিরক্ত। এদিন তাঁরা ক্ষোভ উগরে দেন।
