রাজ্য সরকারি কর্মচারীদের বহুপ্রতীক্ষিত পে’কমিশন নিয়ে ঘোষণা সম্ভবত
দুর্গাপুজোর আগেই করতে চলেছে রাজ্য সরকার। শনিবার এমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারি। শনিবার কলকাতায় রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন-এর বর্ধিত সভায় শুভেন্দু অধিকারি জানান, “রাজ্যের সরকারি কর্মচারীদের অনেক লং পেন্ডিং ইস্যু আছে। যার মধ্যে অনেকেই পে কমিশন নিয়ে কথা বলেন আমি জানি।
আপনাদের জানাই, মিটিংযে আসার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এসেছি। তিনি জানিয়েছেন, আগামী 13 সেপ্টেম্বর বিকেল 4 টায় সরকারি কর্মচারীদের সঙ্গে নেতাজী ইন্ডোর বা গীতাঞ্জলি স্টেডিয়ামে মিলিত হবেন”।
শুভেন্দু জানান “ওই দিন কর্মচারীদের অনেকদিনের স্বপ্নপূরণের কথা মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুনবেন। তিনি এ বিষয়ে সরকারের চিন্তাভাবনা ঘোষণা করবেন”।
