কুলভূষণের সঙ্গে দেখা করার অনুমতি দিল ইসলামাবাদ

অবশেষে সোমবার কুলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দেখা করার অনুমতি দিল ইসলামাবাদ। বিবৃতি দিয়ে তা জানাল পাক বিদেশমন্ত্রক। এর ফলে কুলভূষণ ইস্যুতে আরও এক দফা জয় দেখছে কূটনৈতিক মহল।

রবিবার পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সালের সরকারি টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, কুলভূষণ যাদবকে সোমবার 2 সেপ্টেম্বর কনস্যুলার অ্যাকসেস দেওয়া হবে। ‘কনসুলার রিলেশন সংক্রান্ত ভিয়েনা কনভেনশন, আন্তর্জাতিক ন্যায় আদালতের রায় এবং পাকিস্তানের আইন মেনে’-এই কনসুলার অ্যাকসেস দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেছেন মহম্মদ ফয়সাল।

Previous articleবাঁটুল, হাঁদাভোঁদার স্রষ্টার সঙ্গে
Next articleমাল-এর সম্মেলনে কাশ্মীর ইস্যুতে তীব্র বাদানুবাদ ভারত-পাক প্রতিনিধির