Monday, May 12, 2025

পুজোয় খান কব্জি ডুবিয়ে, আপনাদের জন্য রইল ‘স্পেশাল’ কিছু মেনু

Date:

Share post:

পুজো আসছে। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। জমিয়ে চলছে কেনাকাটা। কিন্তু ভোজনরসিক বাঙালি ভাবছে এবার পুজোয় খাওয়া কী হবে? অনেকে চারদিন ভাগ করে নিয়েছেন বিভিন্ন ভাবে। রেস্তোরাঁ বা বাড়িতে মিলিয়ে চলবে কব্জি ডুবিয়ে খওয়া।তবে পুজোর স্পেশাল কিছু মেনু রইল আপনাদের জন্য।

সপ্তমীতে কী খাবেন সারাবছর কাজের চাপে বাড়িতে রান্না করা প্রায় হয়না ,তাই পুজোর কটা দিন তো জমিয়ে বাড়িতে রান্না করতে পারেন। যে খাবারগুলো আমাদের খাওয়াই হয় না তাই পুজোর সময় তা পুষিয়ে খেয়ে ফেলুন সপ্তমীতে খান পাঁচ রকমের ভাজা সঙ্গে বাঙালির প্রিয় মাছ ভাজাও থাকতে পারে ,পানির দিয়ে মিক্স তরকারি, মাছের মাথা দিয়ে মুগ ডাল ,সরু চালের ভাত মাছের কালিয়া, চাটনি। পুজো মানে বন্ধুদের সঙ্গেও খাওয়া-দাওয়া তাই শুরুতেই চারটার রোল ফুচকা খান একেবারে নিত্য দিনের ডায়েট ভুলে।

অষ্টমীর মেনু অষ্টমী মানে সকালে অঞ্জলি প্রসাদ খেয়ে দুপুরে লুচি আলুর দম আর ভোগের খিচুড়ি তো মাস্ট সঙ্গে বেগুন ভাজা চাটনি আর লাবরা তো থাকবেই। এদিন অনেকেই আমিস খান না। তাই আপনারা যদি ঠিক করে থাকেন কোন ‘ভেজ রেস্টুরেন্টে’ গিয়ে খাবেন তাহলে চলে যেতে পারেন বন্ধুদের সঙ্গে অথবা বাড়িতেই চলতে পারে ফুলকো লুচি ,আলুর দম ,পায়েস ,মিষ্টি।

নবমীর মেনু নবমীর মেনু একটু স্পেশাল পোলাও কষা মাটন, কিংবা ভালো রেস্তোরায় জমিয়ে বিরিয়ানি, ফিরনি, আর শাহী টুকরা।

দশমীর মেনু দশমী মানে পুজো শেষ ।আবার এক বছরের অপেক্ষা ।তাই এই দিনটিতে বাড়িতে রান্না খুব কম জনই করেন । বন্ধুবান্ধব পরিবারের সঙ্গে রেস্তোরাঁয় গিয়ে পছন্দমত খাওয়া-দাওয়া করেন।

এবার জেনে নিন কীভাবে পুজোর কটা দিন সুস্থ থাকবেন 1.পুজোয় যদি সারা রাত ঠাকুর দেখার প্ল্যান থাকে, তা হলে বাইরে নৈশভোজের কথা না ভাবাই ভাল। বরং একটু সন্ধের দিকে বাড়ির খাবার খেয়েই বেরিয়ে পড়ুন। রাস্তায় টুকটাক খাওয়া দাওয়া করুন। ভারী খাবার খাবেন না। আসলে খুব মশলাদার খাবার খেয়ে রাত  জাগা মানেই, হজমের সমস্যাকে ডেকে আনা।

2. অতিরিক্ত ধূমপান, অ্যালকোহল সেবন থেকে দূরে থাকুন।
3.  হইহুল্লোড়ের সময় যেটা একেবারেই খেয়াল থাকে না, তা হল পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া। এটা একেবারেই চলবে না। প্রচুর পরিমাণে জল খান। হজমের সমস্যা হবে না। পেট খারাপ বা কোষ্ঠ কাঠিন্য হবে না।এই মিশ্রণ পান করেই রোগা হন জাপানিরা! সহজেই মেদ ঝরাতে পারেন আপনিও রোজ পাতে একটু ঘি! জেনে নিন কী কী উপকার পাবেন।

4. দুপুরে যদি খুব জবরদস্ত খাওয়াদাওয়া হয়, তা হলে রাতের খাওয়া একটু হাল্কার দিকে করাই ভাল। যদি একান্তই সম্ভব না হয়, তা হলেও লক্ষ রাখুন যেন খুব বেশি না হয়ে যায়। পরিমিত খান।

5. সময় মেনে খান। সাধারণত দিনের যে যে সময় খাবার খান, চেষ্টা করুন যেন সেই রুটিনে খুব বেশি পরিবর্তন না আসে।
6. লেবুর রস জলে মিশিয়ে সরবত করে খান। শরীরের টক্সিন দূর হবে। খেতে পারেন গ্রিন টিও। গ্রিন টি একটি উচ্চমাত্রার অ্যান্টি অক্সিডেন্ট। বিপাক ক্রিয়ার মাত্রা বাড়াতে সাহায্য করে।

spot_img

Related articles

জ্বলছে কলকাতাসহ দক্ষিণবঙ্গ, উত্তরে ঝড়বৃষ্টির স্বস্তি

খোদ শহর কলকাতায় তাপমাত্রার পারদ ছাড়ালো ৪০ ডিগ্রির গণ্ডি। চলতি সপ্তাহে এভাবেই তাপপ্রবাহ (heat wave) জারি থাকবে দক্ষিণবঙ্গে।...

১২টায় ডিজিএমও পর্যায়ের বৈঠক, ভারতের দাবি নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী!

ভারত-পাক ডিজিএমও পর্যায়ের বৈঠকের আগেই তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হট লাইনে (hot...

তীব্বতে অনুভূত ভূমিকম্প, জরুরি বাহিনী তলব চিনের

ফের একবার কেঁপে উঠল হিমালয় সংলগ্ন এলাকা। গত কয়েকদিন হিমালয়ের দক্ষিণে ভারতের বিভিন্ন এলাকায় তাপমাত্রার প্রবল পরিবর্তন হয়েছে।...

অলচিকি লিপির উদ্ভাবকের প্রতি শ্রদ্ধা, অবদানের স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

পণ্ডিত রঘুনাথ মুর্মু একজন ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত 'অলচিকি' লিপির (Alchiki script) উদ্ভাবক। তাঁর জন্মদিবসে...