জামিনের আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট, চিদাম্বরমের ইডি গ্রেফতারির সম্ভাবনা বাড়লো

সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। বৃহস্পতিবার তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করল সর্বোচ্চ আদালত। এর ফলে পি চিদাম্বরমকে ইডির হেফাজতে নেওয়ার সম্ভাবনা আরও প্রবল হল। যে কোনও মুহূর্তে তাঁকে গ্রেফতার করতে ইডির আর কোনও আইনি বাধা রইলো না।

আরও পড়ুন-অসমে বাঙালি চিকিৎসককে পিটিয়ে মারার ঘটনায় ধৃত আরও 1

এদিন শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, পি চিদাম্বরমকে জামিন দিলে তদন্তে প্রভাব হতে পারে। এই মামলায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করা তদন্তের ক্ষেত্রে উপযুক্ত নয় বলে স্পষ্ট করে জানিয়ে দিলেন বিচারপতিরা।

ইতিমধ্যেই সিবিআইয়ের হেফাজতে 15 দিন কাটিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী। সিবিআই হেফাজতে না নিলে জেলে যাওয়ার সম্ভাবনা ছিল চিদাম্বরমের। সুপ্রিম কোর্টে তাঁর আইনজীবী কপিল সিব্বল তাঁর বয়সের কথা উল্লেখ করে আবেদন করেছিলেন, তাঁকে যেন তিহার জেলে না পাঠানো হয়। সুপ্রিম কোর্ট এ বিষয়ে জানিয়ে দেয়, নিম্ন আদালতে জামিনের আবেদন করতে চিদম্বরমকে।

আরও পড়ুন-ফিরে দেখা শিক্ষক দিবসের মুহূর্ত