ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারত, রাতেই চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান বিক্রম

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। শুক্রবার সারা রাত চরম উৎকণ্ঠায় কাটাবেন ইসরোর বিজ্ঞানীরা । রাত জাগবে সারা দেশের মানুষ । কারণ ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারত । চাঁদের মাটিতে নামবে ভারতের চন্দ্রযান বিক্রম। ভারতীয় সময় রাত
1টা থেকে 2টোর মধ্যে অবতরণ শুরু হবে। 1.30 থেকে 2.30-এর মধ্যে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করবে বিক্রম। তারপর তার পেটের ভিতর থেকে রোভার প্রজ্ঞান বেরিয়ে আসবে। ভারতীয় সময় শনিবার সকাল 5.30 থেকে 6.30-এর মধ্যে চাঁদের মাটিতে রোভার প্রজ্ঞান কাজ শুরু করবে।

Previous articleমদের গ্লাস হাতে ভারতের ক্রিকেট দলের কোচ! স্বগর্বে ছবি ট্যুইটারে!
Next articleবেঁচে থাক ভালোবাসা, বোঝালেন গব্বর