বারবার খবরের শিরোনামে উঠে আসছে বীরভূমের নানুর। একাধিক বার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েই চলেছে এই এলাকা। শুক্রবার নানুরের রামকৃষ্ণপুরে মনসা পুজো উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে হঠাৎই ছড়ায় অশান্তি। শুরু হয় গুলিবর্ষণ ও বোমাবাজি। আহত তিন বিজেপি কর্মী।

স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তাদের উপর আচমকা হামলা চালায়। তৃণমূল বিজেপির অভিযোগ অস্বীকার করেছে।


ঘটনাটি ঘটতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
