কেতুগ্রাম থেকে জাল নোট পাচার করতে গিয়ে হাতেনাতে গ্রেফতার হল কুখ্যাত দুস্কৃতি কুমার শেখ ওরফে, খিলাড়ি কুমারকে। আজ রবিবার তাকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। আদালত তাকে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ধৃতের কাছ থেকে 2 হাজার টাকার নোটের মোট 25 হাজার টাকা উদ্ধার হয়।

আরও পড়ুন-80 হাজার কর্মীকে ছাঁটাই করছে বিএসএনএল, কেন জানেন ?

