মুখভার রবিবার

ছবি- প্রকাশ পাইন

ঝকঝকে নয়, বরং মুখভার করা ছুটির সকাল দক্ষিণবঙ্গে। রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ। বিচ্ছিন্ন বৃষ্টি কলকাতা সহ আশপাশের জেলায়। সঙ্গে অতিরিক্ত আর্দ্রতা। ফলে, ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী।

হাওয়া অফিসের পূর্বাভাস মতোই সপ্তাহের শেষ হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কমবে না তাপমাত্রাও। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। জলোচ্ছ্বাসের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

তবে বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে আর্দ্রতার হাত থেকে এখনই নিস্তার নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন-ব্রেকফাস্টে আইসক্রিম, বাড়ি ফিরতে চান বুদ্ধবাবু

 

Previous articleএই ক্রিমিনালকে চিনে রাখুন! মন্দার বাজারে জাল নোট পাচার করতে গিয়ে গ্রেফতার
Next articleএবার ব্রিটেনের মন্ত্রিসভা ছাড়লেন অ্যাম্বার, আরও চাপে বরিস