Friday, November 14, 2025

শো-কজ DK: কিন্তু কী অপরাধ কার্তিকের?

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি লঙ্ঘন করেছেন তম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য দীনেশ কার্তিক। ফলে তাঁকে শো-কজ নোটিশ পাঠিয়েছে বিসিসিআই। লিখিতভাবে অবশ্য ক্ষমা চেয়ে নিলেন কার্তিক। যা নিয়ে আপাতত সরগরম ভারতীয় ক্রিকেট। কিন্তু কী ‘অপরাধ’ কার্তিকের?

উল্লেখ্য, শাহরুখ খানের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রচারমূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য দীনেশ কার্তিককে শো-কজ নোটিশ দেয় বিসিসিআই। বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন ত্রিনবাগো নাইট রাইডার্সে খেলতেও দেখা গেছে বিশ্বকাপে ভারতীয় দলে থাকা 34 বছর বয়সী কার্তিককে। তাঁকে ট্রিনবাগো নাইট রাইডার্সের ড্রেসিংরুমে দেখা গেছে। এমনকি স্পেনের সেন্ট কিটস ও নেভিস ইন পোর্টের বিপক্ষে সিপিএল ম্যাচে অংশ নিতেও দেখা গেছে তাঁকে ।

বোর্ডের নিয়ম অনুযায়ী, ভারতীয় বোর্ড পরিচালিত আইপিএল বাদে বিদেশের কোনও টি-টোয়েন্টি লিগের প্রমোশনে থাকতে পারবেন না কেন্দ্রীয় চুক্তির আওতাধীন কোনও ক্রিকেটার। সেই নিয়মই ভেঙেছেন দীনেশ। কার্তিকের বিরুদ্ধে এমনটাই অভিযোগ বোর্ডের।

এরপরে অবশ্য কোনও বিতর্কে না গিয়ে সরাসরি ক্ষমা চেয়ে নিয়েছেন দীনেশ কার্তিক। সেখানে তিনি বোর্ডকে যা জবাব দিয়েছেন তাতে লেখা রয়েছে, প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি সতীর্থ ও কোচ ব্রেন্ডন ম্যাকুলামের অনুরোধেই তিনি ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলেন। তাঁরই অনুরোধে তিনি জার্সি গায়ে খেলা দেখেছিলেন। পুরো ঘটনায় বিসিসিআইয়ের তরফে আগে থেকে অনুমতি না নেওয়ার জন্য তিনি নিঃশর্ত ক্ষমা চাইছেন। বলে জানিয়েছেন কার্তিক।

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, তবে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে কোনও ম্যাচ তিনি খেলেননি। ক্ষমা চেয়ে তিনি বলেন, ভষ্যিতে সিপিএলের কোনও ম্যাচে আর হাজির থাকব না।

আরও পড়ুন-চাঁদের বুকেই রয়েছে বিক্রম! তবে খোঁজ মিললেও যোগাযোগ হয়নি

 

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...