চাঁদের বুকেই রয়েছে বিক্রম! তবে খোঁজ মিললেও যোগাযোগ হয়নি

অবশেষে ল্যান্ডার বিক্রমের অবস্থান জানা গেল। গত শুক্রবার রাতে চাঁদে ল্যান্ডিংয়ের সময়ে ইসরোর সঙ্গে বিচ্ছিন্ন হয়েছিল যোগাযোগ। তারপর থেকে লাগাতার চলছিল ল্যান্ডার বিক্রমের খোঁজ। রবিবার দুপুরে সেই বিক্রমকে খুঁজে পাওয়ার খবর জানালেন ইসরো চেয়ারম্যান কে সিভান। চন্দ্রযান-2’এর অরবিটারকেই কাজে লাগালেন ইসরোর বিজ্ঞানীরা। অর্বিটারের পাঠানো থার্মাল ছবি থেকেই মিলল বিক্রমের সন্ধান।

‘থার্মাল ইমেজিং’-এর মাধ্যমে চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রা পরিমাপ করে আলাদা করে চিহ্নিত করা গিয়েছে ল্যান্ডার বিক্রমের অবস্থান। চন্দ্রপৃষ্ঠেই পাওয়া গিয়েছে বিক্রমকে। যদিও এখনও বিক্রমের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানা গিয়েছে। আপাতত বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে।

এর আগে শনিবার ইসরো চেয়ারম্যান কে সিভান জানিয়েছিলেন, ‘শেষ 15 মিনিটের টেরর’ এই অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বেশ কয়েকটি ধাপ সফল ভাবে অতিক্রম করলেও, সেই ভয়ঙ্কর 15 মিনিটের মধ্যেই বিক্রমের সঙ্গে আকস্মিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ইসরোর। প্রথম কয়েকটি ধাপ সফলভাবে অতিক্রম করায় ইসরোর বিজ্ঞানীদের হাততালি দিতে দেখা যাচ্ছিল। মিনিট খানেকের মধ্যেই হতাশার ছবি তাঁদের চোখে মুখে। কেউ মাথায় হাত দিয়ে বসে। কারও চোখ বন্ধ। চাঁদের মাত্র 2.1 কিলোমিটার উপর থেকে হারিয়েই গেল বিক্রম।

আরও পড়ুন-চন্দ্রযান-2 নিয়ে বিশেষ কভার ডাক বিভাগ পশ্চিমবঙ্গ সার্কেলের