একের পর এক মামলায় জর্জরিত বিজেপি নেতা মুকুল রায়। এবার আর্থিক প্রতারণা মামলায় সোমবার বিকেলের মধ্যেই থানায় হাজির দিতে হবে মুকুলকে। তাঁকে তলব করল কলকাতা পুলিশ। সোমবার বিকালের মধ্যে বেহালা অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবারই এই মামলায় মুকুল রায়ের গ্রেফতারির ওপর স্থগিতাদেশ বাড়ায় কলকাতা হাইকোর্ট। 18 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। তার আগেই তাঁকে ডেকে জেরা করতে চায় পুলিশ।

আদালতের নির্দেশ, তদন্তে সহযোগিতা করতে হবে মুকুল রায়কে। অন্যদিকে, মুকুলকে ডেকে পাঠানোর 72 ঘণ্টা আগে পুলিশকে নোটিশ পাঠাতে হবে। সেই মতো নোটিশ দিয়ে মুকুল রায়কে ডেকেছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন-স্থিতিশীল বুদ্ধদেব, তবে এখনই ছুটি পাচ্ছে না
