স্থিতিশীল বুদ্ধদেব, তবে এখনই ছুটি পাচ্ছেন না

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। সোমবার সকালে হাসপাতালের পক্ষ থেকে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছেন,

এখন ঘুমোচ্ছেন তিনি। রক্তচাপ, পালস নিয়ন্ত্রণে রয়েছে। কমেছে নিউমোনিয়াও। তবে এখনও কয়েকদিন অন্টিবায়োটিক, নেবুলাইজেশন ও চেস্ট ফিজিওথেরাপি চলবে। ফলে আরও ক’দিন আলিপুর সংগলগ্ন বেসরকারি হাসপাতালেই থাকতে হবে বুদ্ধবাবুকে।

আরও পড়ুন-বউবাজারে ভাঙল আরও একটি বাড়ি

 

Previous articleবউবাজারে ভাঙল আরও একটি বাড়ি
Next articleহংকং বিক্ষোভ: পুলিশকে ‘শিক্ষা’ দিতে পাস্তার বদলে কাঁচা মাংসের পার্সেল!