হংকং বিক্ষোভ: পুলিশকে ‘শিক্ষা’ দিতে পাস্তার বদলে কাঁচা মাংসের পার্সেল!

তিন মাস ধরে লাগাতার বিক্ষোভ চলেছে হংকং-এ। চিনের আধিপত্য থেকে মুক্ত হয়ে স্বাধীন হওয়ার দাবিতে আন্দোলনে নেমেছে হংকং-এর নাগরিক সমাজ। বিক্ষোভের তেজ সবচেয়ে বেশি চিন-সীমান্ত ঘেঁষা এলাকাতেই। প্রতিবাদ, বিক্ষোভ থামাতে দমনপীড়ন চালানোর অভিযোগ পুলিসের বিরুদ্ধে। পুলিসের বিরুদ্ধে ছাত্রছাত্রী ও আমজনতার ক্ষোভও তাই চরমে। এবার সেই পুলিসকে শিক্ষা দিতেই বেনজির কৌশল বের করল বিক্ষোভকারীরা। হংকং-এর একটি থানায় 100 প্যাকেট পাস্তা অর্ডার করেছিলেন পুলিস অফিসাররা। প্রবল ক্ষিদের মুখে পার্সেল খুলতেই দেখা গেল সবকটি বাক্সই ভর্তি কাঁচা মাংসে। কোন খাবার সংস্থা পাস্তার বদলে কাঁচা মাংস পাঠালো তাও স্পষ্ট নয়। হেনস্থার পর ফের বিকল্প খাবারের ব্যবস্থা করতে হয় 100 পুলিস অফিসারকে। প্রমাণ এখনও না পাওয়া গেলেও পুলিস অফিসারদের একাংশেরই বক্তব্য, এই কাজ বিক্ষোভকারীদেরই। পুলিস-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ জানাতেই এই কান্ড করা হয়েছে।

আরও পড়ুন-BREAKING: হচ্ছেটা কী? সাত সকালেই ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা

Previous articleস্থিতিশীল বুদ্ধদেব, তবে এখনই ছুটি পাচ্ছেন না
Next articleভক্তদের গায়ের দুর্গন্ধে আমার ঘেন্না করে, রাণুর মন্তব্যে অবাক গুণগ্রাহীরাই