ভারতে তিন তালাক এখন আইনগতভাবে নিষিদ্ধ। তা সত্ত্বেও তিন তালাক কিন্তু চলছেই। এবার হোয়াটস অ্যাপে স্ত্রীকে তিন তালাক দেওয়ায় কেরলের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ।

অভিযোগ, কর্মসূত্রে বিএম আসরফ নামে ওই ব্যক্তি বিদেশে থাকেন। গত 15 মার্চ হোয়াটস অ্যাপে ভয়েজ মেসেজ করে তিন তালাক দেয় আসরফ। সম্প্রতি, তার স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু করেছে পুলিশ।

আরও পড়ুন – দুপুরের খাবার রান্নায় দেরি! যোগীর রাজ্যে ফের স্ত্রীকে তিন তালাক
