ঈশ্বরের স্বপ্নাদেশ। তাই তিনবছরের শিশুকন্যাকে আটতলার জানলা দিয়ে ছুড়ে ফেললেন প্রতিবেশী। রবিবার, ঘটনাটি ঘটছে কোলাবায় রেডিও ক্লাব মার্গে। অভিযুক্ত অনিল বিষ্ণু চুগানিকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত বেশ কয়েক বছর আগে। তখন মরক্কোয় কাজ করতেন অনিল বিষ্ণু চুগানি। সেখানে তাঁর এক প্রৌঢ়া সহকর্মী চুগনির উপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক করতেন বলে অভিযোগ। জেরায় অনিল বলেন, ঈশ্বর নাকি স্বপ্নে আদেশ দেন কালা জাদুর প্রভাব থেকে বাঁচতে তাঁকে যমজ শিশুকে খুন করতে। চুগানির ডায়েরিতেও সেই স্বপ্নের উল্লেখ পেয়েছে পুলিশ। তারপরেই কোলাবায় প্রেমলাল হাথিরমানির যমজ কন্যাসন্তানের সন্ধান পান অভিযুক্ত। শিশুদুটির সঙ্গে বন্ধুত্ব পাতান তিনি।


সুযোগ বুঝে, 7 সেপ্টেম্বর যমজ কন্যার একজনকে আটতলার ফ্ল্যাট থেকে ছুড়ে ফেলেন চুগনি। যমজ বোনটি বাড়ির কাজের লোকের কাছে থাকায়, তাকে মারতে পারেনি বলে পুলিশকে জানিয়েছেন অভিযুক্ত। 2013 সালের কালা জাদু ও মানুষ বলি প্রতিরোধী আইনে তাঁর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে কোলাবা থানার পুলিশ।

আরও পড়ুন-কাশ্মীরে হুমকি ও উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার 8 লস্কর জঙ্গি

