কাশ্মীরে হুমকি ও উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার 8 লস্কর জঙ্গি

কাশ্মীরে সাধারণ মানুষকে হুমকি এবং উসকানি দেওয়া চলছেই। এই অভিযোগে দক্ষিণ কাশ্মীরের সোপোর থেকে গ্রেফতার করা হল 8 লস্কর জঙ্গিকে। দিন দুয়েক আগেই উপত্যকার এক ফল ব্যবসায়ী এবং তাঁর পরিবারকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল জঙ্গিরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ওই ফলব্যবসায়ীকে গুলি করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করতে চাইছিল জঙ্গিরা। এই ঘটনার পরেই টহল আরও বাড়ানো হয় এবং তার পরেই গ্রেফতার। জম্মু ও কাশ্মীর পুলিশের দাবি, আইজাজ মির, ওমর মির, তৌসিফ নজর, ইমতিয়াজ নজর, ওমর আকবর, ফাইজান লতিফ, দানিশ হাবিব ও সওকত আহমেদ মির নামে জঙ্গিরা এলাকায় উসকানিমূলক পোস্টার দিত।

আরও পড়ুন – পাকিস্তানও রকেট ওড়াতে পারে! অভিনেতা আরশাদ ওয়ারসির ট্যুইট ঘিরে বিতর্ক

 

Previous articleপুজোর শপিং সেরে বাড়ি ফেরার পথে দম্পতির পথ আটকালো চার দুষ্কৃতী! বাকিটা রুদ্ধশ্বাস
Next articleবিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ধৃত নাইজেরিয়ান মহিলা