হাসপাতালে ভর্তি মাইকেল শ্যুমাখার

হাসপাতালে ভর্তি করা হল ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শ্যুমাখারকে। প্যারিসের একটি হাসপাতালেই ভর্তি করা হল জার্মান এই কার রেসারকে।

বছর পাঁচেক আগে আল্পস পর্বতে এক দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছিলেন তিনি। মাথায় গুরুতর চোটও পেয়েছিলেন। বাড়িতে চলছিল চিকিৎসা। এমনকি, কয়েকমাসের জন্য কোমাতেও চলে গিয়েছিলেন শ্যুমাখার। তবে এবার কিন্তু তাঁকে ভর্তি করতেই হল হাসপাতালে।

আরও পড়ুন – নাইটহুড সম্মানে ভূষিত বয়কট-স্ট্রস