নাইটহুড সম্মানে ভূষিত বয়কট-স্ট্রস

নাইটহুড সম্মানে ভূষিত হলেন জিওফ্রে বয়কট এবং অ্যান্ড্রু স্ট্রস। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী থেরেসা মে-এর ইস্তফাকালীন সম্মান তালিকায় মাত্র দু’জন ক্রিকেটেরারেই নাম রয়েছে। এই তালিকায় অধিকাংশই রাজনৈতিক ব্যক্তিত্ব।

উল্লেখ্য, মে বরাবরই ক্রিকেটের ভক্ত। বিশেষত তিনি বয়কটের গুণগ্রাহী। 78 বছরের বয়কট টেস্ট খেলেছেন 108টি। আর 8114 রান করেছেন। প্রথম ইংল্যান্ডের ক্রিকেটার হিসাবে তিনি টেস্টে 8000 রান পূর্ণ করেছিলেন। 1964-1982 পর্যন্ত দেশের জার্সিতে খেলেছেন বয়কট। চারবার অধিনায়কত্ব করেছেন। পরবর্তীকালে হয়েছিলেন ক্রিকেট ধারাভাষ্যকারও।

আরও পড়ুন – রুদ্ধশ্বাস “পেন্ডুলাম” ফাইনালের পর US OPEN নাদালের

অন্যদিকে, অ্যান্ড্রু স্ট্রসের অধিনায়কত্বে দু’বার অ্যাসেজ জিতেছে ইংল্যান্ড। তাঁর সৌজন্যে ইংল্যান্ড টেস্টের এক নম্বর দলও হয়। 42 বছরের স্ট্রস 100টি টেস্টে 40.91-এর গড়ে 7037 রান করেছেন। খেলা ছাড়ার তিন বছরের মধ্যে স্ট্রস ইংলিশ ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী প্রশাসক হয়ে উঠেছিলেন। বলা হচ্ছে, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নেপথ্যের নায়ক ছিলেন তিনি।

আরও পড়ুন – বাবার সৎকারে গিয়েই শপথ, ‘বিরাট’ হয়ে ওঠার কাহিনি কোহলির

Previous articleহোমে অগ্নিদগ্ধ কিশোরের মৃত্যু
Next articleআক্রান্ত বুদ্ধদেব, অভিযোগ বিজেপির বিরুদ্ধে