হাইকোর্টে চলছে “ইন ক্যামেরা” রাজীব-শুনানি

রাজীবকুমার বনাম সিবিআই মামলার শুনানি চলছে হাইকোর্টে। আইনি ভাষায় “ইন ক্যামেরা”। কিন্তু তাতে ক্যামেরা নেই। বিচারপতি, দুই পক্ষ ও তাদের আইনজীবীরাই শুধু ঘরে রয়েছেন। দরজা বন্ধ। বাইরে পুলিশ। রাজীবকে তলব সংক্রান্ত মামলাটির শুনানি চলছে।