বন্ধুদের দেখানোর জন্য এক শিশু একটি তাজা গ্রেনেড নিয়ে স্কুলে চলে আসে। এরপর ওই স্কুলজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পুলিশ এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে। ঘটনা সুইডেনের একটি প্রি-স্কুলের। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, হঠাৎই এক শিশু একটি গ্রেনেড হাতে নিয়ে স্কুলে চলে আসে। এরপর এক শিক্ষক তা দেখতে পান। ওই শিক্ষক তৎক্ষণাৎ পুলিশে খবর দেন।

স্কুল কর্তৃপক্ষ বলছে, সামরিক অস্ত্র প্রশিক্ষণের জন্য ব্যবহৃত স্থানীয় একটি এলাকায় ওই শিশু গ্রেনেডটি খুঁজে পায়। এরপর তা হাতে নিয়ে স্কুলে চলে আসে।


পুলিশ কর্তৃপক্ষ গ্রেনেডটিকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করে। তারা পুরো এলাকা ঘিরে ফেলেছিল। পরে সেখানে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা উপস্থিত হন। কয়েক ঘণ্টা চেষ্টার পর গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়।

স্থানীয় পুলিশের এক অধিকারিক জানিয়েছেন, যদি কোনও কারণে গ্রেনেডটি বিস্ফোরণ হতো, বিরাট বিপদ ঘটতে পারত ওই স্কুলে।


আরও পড়ুন-স্বামী, শাশুড়ির ক্ষোভের শিকার অন্তঃসত্ত্বা বধূ, হাসপাতালে ঠাঁই
